ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাপল-১ কম্পিউটার বিক্রি হলো ৩ লাখ ৭৫ হাজার ডলারে

প্রকাশিত: ০৬:২৭, ২৭ সেপ্টেম্বর ২০১৮

এ্যাপল-১ কম্পিউটার বিক্রি হলো ৩ লাখ ৭৫ হাজার ডলারে

নিলামে একটি এ্যাপল-১ কম্পিউটারকে ৩,৭৫,০০০ ডলারে বিক্রি করা হয়েছে। মার্কিন টেক জায়ান্ট এ্যাপলের বানানো প্রথম পণ্য ছিল এ্যাপল-১ কম্পিউটার। এ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক এই মেশিন-এর নক্সা বানান। সে সময় ওজনিয়াককে এই মেশিন বিক্রির প্রক্রিয়ায় যেতে বোঝান এ্যাপলের আরেক সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। এরপর ১৯৭৬ সালে ৬৬৬.৬৬ ডলার দামে এই কম্পিউটার বাজারে ছাড়া হয়। এখনও পর্যন্ত টিকে থাকা অল্পকিছু পুরো-কার্যকরী মডেলগুলোর মধ্যে নিলামে বিক্রি করা কম্পিউটারটি একটি বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। বিবিসি-কে পাঠানো এক মেইলে ওজনিয়াক বলেন, ‘এ্যাপল-১ কম্পিউটারটি এ্যাপল-২ এর তুলনায় অনেক কম ক্ষমতাসম্পন্ন। কিন্তু এই এ্যাপল-১ কম্পিউটার বিশ্বকে সহজলভ্য ও দরকারি কম্পিটার তৈরির সূত্র দেখিয়েছে।’ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনে এই নিলাম অনুষ্ঠিত হয়। তবে এর ক্রেতার পরিচয় পাওয়া যায়নি। -অর্থনৈতিক রিপোর্টার সরকারী কর্মচারীদের আবাসন সুবিধা প্রদানের লক্ষ্যে বহুল প্রত্যাশিত ‘সরকারী কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার প্রথম পর্যায়ে অন্যতম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড এবং অর্থ বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ জাফর উদ্দীন ও রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আতাউর রহমান প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন
×