ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের সাত দশকের পুরানো চা রোপণ শ্রমিক আইনের পরিবর্তন চান উদ্যোক্তারা

প্রকাশিত: ০৬:২৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮

ভারতের সাত দশকের পুরানো চা রোপণ শ্রমিক আইনের পরিবর্তন চান উদ্যোক্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চা শিল্পের উন্নতির জন্য ভারতের সাত দশক পুরনো প্লান্টেশন লেবার এ্যাক্ট, ১৯৫১ এবং টি এ্যাক্ট, ১৯৫৩ আইন দু’টি সংশোধনের পক্ষে সওয়াল করলেন দেশটির টি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যের মুখ্য তথ্য কমিশনার বাসুদেব বন্দ্যোপাধ্যায়। ভারতের টি রিসার্চ এ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় ও পরে বাসুদেব বাবু বলেন, আইন দু’টির সঙ্গে বাস্তবের সামঞ্জস্য নেই। প্লান্টেশন লেবার এ্যাক্টে শ্রমিকদের রেশন, চিকিৎসা, আবাসন, শিক্ষার মতো সুবিধা দেয়ার কথা বলা আছে। নগদ ছাড়াও সেগুলো মজুরিরই অংশ। কিন্তু অভিযোগ, বহু বাগানই তা মানে না। বাড়াতে চায় না নগদ মজুরিও। আইন মাফিক যে দায়িত্ব বাগান মালিকদের। বাসুদেব বাবুর মতে, আইনে বদলে বাগানে সরকারী প্রকল্প চালুর পথ করলে মালিক পক্ষকে সেই বোঝা বইতে হবে না। তাতে নগদ মজুরি বাড়বে। তা নির্ধারণেও আসবে স্বচ্ছতা। স্ট্যাবিলাইজার ছাড়াই চলবে ফ্রিজ অর্থনৈতিক রিপোর্টার ॥ স্ট্যাবিলাইজার ছাড়াই চলছে ওয়ালটনের ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ। এ ধরনের ফ্রিজে স্ট্যাবিলাইজারের প্রয়োজন না হওয়ায় ক্রেতাদের যেমন অর্থ সাশ্রয় হচ্ছে, ফ্রিজ ব্যবহারে বিদ্যুত খরচও কমে এসেছে ব্যাপক। অন্যদিকে নিম্নমানের স্ট্যাবিলাইজার ব্যবহারের কারণে অনেক ফ্রিজও নষ্ট হয়ে যেতে পারে। উল্লেখ্য, বিদ্যুতের ভোল্টেজ ওঠা-নামা করার কারণে ফ্রিজ যেন নষ্ট না হয়, সেজন্য ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করে থাকেন অনেকেই। ফলে ফ্রিজ কেনার সময় গ্রাহককে স্ট্যাবিলাইজার কিনতে বাড়তি দুই থেকে তিন হাজার টাকা ব্যয় করতে হয়। এটি উপযুক্ত স্থানে রাখার ক্ষেত্রেও ঝামেলায় পড়েন গ্রাহক। আবার স্ট্যাবিলাইজার নকল বা নিম্নমানের হলে দাম দিয়ে কেনা ফ্রিজটি নষ্ট হয়ে যেতে পারে। গ্রাহককে এসব ঝামেলা থেকে মুক্তি দিতে ওয়ালটন নিজস্ব কারখানায় দেশেই উৎপাদন করছে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসার যুক্ত ফ্রিজ। সূত্র মতে, ভোল্টেজ স্ট্যাবিলাইজার ছাড়াই নিরাপদে চলবে এমন ৩০ টিরও বেশি মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর বাজারে ছেড়েছে ওয়ালটন।
×