ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বড় পর্দার আইফোনের চাহিদা বেশি

প্রকাশিত: ০৬:২৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮

বড় পর্দার আইফোনের চাহিদা বেশি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজারে আসার প্রথম সপ্তাহেই আইফোন ১০ এস-এর চেয়ে গ্রাহকের চাহিদা অনেকাংশে বেশি দেখা গেছে আইফোন ১০এস ম্যাক্স-এ। এ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়োর ধারণা মতে প্রথম সপ্তাহে আইফোন ১০এস-এর চেয়ে ৬.৫ ইঞ্চি আইফোন ১০ এস ম্যাক্স বিক্রি হয়েছে তিন থেকে চার গুণ বেশি-খবর প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের। এ্যাপল বিষয়ে সঠিক তথ্য দেয়ার খ্যাতি রয়েছে কুয়ো’র। ‘আমরা ধারণা করতে পেরেছি যে ১০এস ম্যাক্সের চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি। গোল্ড এবং স্পেস গ্রে রঙের জনপ্রিয়তা সিলভার থেকে বেশি,’ বলেন কুয়ো। তিনি যোগ করেন, ‘২৫৬ গিগাবাইট মডেলের চাহিদা সবচেয়ে বেশি। আর ৫১২ গিগাবাইট মডেলের সরবরাহ অনেক কম, কারণ এখন একমাত্র স্যামসাংই ভালভাবে ন্যান্ড ফ্ল্যাস সরবরাহ করে থাকে। আমরা আশা করছি ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে ১০এস ম্যাক্সের চাহিদা আরও বাড়বে।’ স্পেসিফিকেশনের দিক থেকে তেমন কোন পার্থক্য নেই আইফোন ১০এস ও ১০এস ম্যাক্সে। বড় পর্দার জন্য আইফোন ১০এস-এর মূল্য ১০০ মার্কিন ডলার বেশি। এ্যাপলের নতুন ওয়াচ সিরিজ ৪-এর চাহিদাও প্রত্যাশার চেয়ে বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর আইফোন ১০ আর বাজারে আসলে সেটিও জনপ্রিয়তা পাবে বলেই ধারণা করা হচ্ছে। ১২ সেপ্টেম্বর এ্যাপল ইভেন্টে আইফোন ১০এস, ১০এস ম্যাক্স, ১০ আর ও ওয়াচ সিরিজ ৪ উন্মোচন করা হয়। শুক্রবার বিক্রি শুরু হয় আইফোন ১০এস ও ১০এস ম্যাক্সের। চাহিদা বেশি থাকায় প্রথম দিন ডিভাইসটি পাননি অনেক ক্রেতা।
×