ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুনাফার ৯২.৫০ শতাংশ রিজার্ভে যোগ হচ্ছে বিএসআরএমের

প্রকাশিত: ০৬:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৮

মুনাফার ৯২.৫০ শতাংশ রিজার্ভে যোগ হচ্ছে বিএসআরএমের

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম লিমিটেড) আগের অর্থবছরের তুলনায় ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে। তারপরেও কোম্পানিটির পর্ষদ লভ্যাংশে কোন পরিবর্তন আনেনি। এক্ষেত্রে মুনাফার ৯২.৫০ শতাংশই কোম্পানিতে রেখে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরে সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২.৯৫ টাকা। এর বিপরীতে পর্ষদ ২০ শতাংশ (১০% নগদ ও ১০% বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। যা এর আগের বছরের ৬.৮৯ টাকা ইপিএসের বিপরীতেও একই পরিমাণ ছিল। এ হিসাবে ইপিএস ৮৮ শতাংশ বাড়লেও লভ্যাংশ অপরিবর্তিত রয়েছে। কোম্পানিটির পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরে ১২.৯৫ টাকা ইপিএসের বিপরীতে ২০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ১ টাকা নগদ ও ১ টাকার শেয়ার দেয়ার ঘোষণা করেছে। যা মুনাফার ১৫ শতাংশ। বাকি ৮৫ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে। এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ মুনাফার ১৫ শতাংশ ঘোষণা করলেও লভ্যাংশ প্রদানের অনুপাত (ডিভিডেন্ড পে আউট রেশিও) হবে ৭.৫০ শতাংশ। কারণ ১০ শতাংশ বোনাস শেয়ারের জন্য কোম্পানি থেকে শেয়ারহোল্ডারদের কোন ধরনের সম্পদ প্রদান করতে হবে না। যাতে মুনাফার ৯২.৫০ শতাংশই কোম্পানিটিতে থেকে যাবে।
×