ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৬:২১, ২৭ সেপ্টেম্বর ২০১৮

অ ন্য র ক ম

কুমিরের ওপর বসে চিত্রধারণ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ডারউইনের পূর্বের ওয়াইল্ডলাইফ পার্কে ডেনমার্কের পর্যটক নিলস জেনসেন (২২) প্রায় পাঁচ মিটার লম্বা একটি কুমিরের পিঠে বসে চিত্রধারণ করেছেন। তিনি যে বিশাল আকারের কুমিরের ওপর বসেছিলেন সেটি লম্বায় ৪.৭ মিটার (১৫ ফিট) ও ওজন ৬৫৩ কেজি (১৪২৮ পাউন্ড)। নিলস স্বীকার করেছেন যে, তিনি তখন তার জীবনকে হাতের মুঠোয় নিয়েছিলেন। কেননা কুমিরটি খুবই বিপজ্জনক ছিল। যেকোন মুহূর্তে সেটি তাকে মেরে ফেলতে পারত। নিলস প্রথমবারের মতো কোন জীবিত কুমিরকে হাতে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন। অস্ট্রেলিয়ায় ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৪ জন লোক কুমিরের হামলায় মারা গেছেন। ২০০৪ সালের আগে ৩৩ বছরের তুলনায় যা মাত্র ১০ ছিল। গত ১০ বছরে কুইন্সল্যান্ডে কুমিরের হামলায় ছয়জন নিহত হয়েছে। -স্কাই নিউজ
×