ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শনিবার জনসভায় ভবিষ্যত কর্মপন্থা জানাবে বিএনপি ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০১৮

শনিবার জনসভায় ভবিষ্যত কর্মপন্থা জানাবে বিএনপি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে শনিবার বিএনপির জনসভায় দলের ভবিষ্যত কর্মপন্থা ও কর্মসূচীর কথা জানানো হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ফখরুল বলেন, আমরা বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় ২৯ তারিখ শনিবার ছুটির দিন সমাবেশ করলে ভাল হয়। সেইভাবেই জনসভার অনুমতির জন্য কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। কিন্তু এখন ভিন্ন কথা বলা হচ্ছে। ওইদিন নাকি আওয়ামী লীগের কর্মসূচী আছে। আওয়ামী লীগের মতবিনিময়সভা মহানগর নাট্যমঞ্চ আর আমাদের জনসভা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে বিরোধের সম্পর্কটা কোথায়? কি জন্য বিএনপি রাজধানীতে জনসভা করতে চাচ্ছে এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, দলের নীতি নির্ধারণ নিয়ে কথা বলা ও দলের ভবিষ্যত কর্মসূচী দেয়ার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে। জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের বিএনপির জনসভায় আমন্ত্রণ জানানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সব বলে দিলে হবে না তো। বিএনপির জনসভাকে কেন্দ্রে করে ক্ষমতাসীন দলের নেতারা উস্কানিমূলক কথা বলছেন বলে অভিযোগ করে ফখরুল বলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অলি-গলিতে বিএনপির নেতাকর্মীদের আটকে দিতে। আর জাহাঙ্গীর কবির নানক বলেছেন হাত-পা ভেঙ্গে দিতে। এই হচ্ছে তাদের গণতন্ত্রের ভাষা। এর মাধ্যমে বোঝা যায় তারা সংঘাতকে উস্কে দিতে চায়। নির্বাচনকালীন সরকারের দাবিতে শেষ অস্ত্র ব্যবহারের সময় এসেছে- এমাজউদ্দীন ॥ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে শেষ অস্ত্র ব্যবহারের সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। বুধবার দপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে ‘ইভিএম বর্জন: জাতীয় নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×