ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিরোপা স্বপ্ন নিয়ে আজ ভুটান যাচ্ছেন মৌসুমী-মারিয়ারা

প্রকাশিত: ০৬:৫১, ২৬ সেপ্টেম্বর ২০১৮

শিরোপা স্বপ্ন নিয়ে আজ ভুটান যাচ্ছেন মৌসুমী-মারিয়ারা

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অনুর্ধ-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবলে অংশ নিতে আজ দুপুরে ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। ছয় জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপের অন্য দু’টি দল নেপাল ও পাকিস্তান। এই প্রথমবারের মতো অনুর্ধ-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। যে কারণে বাংলাদেশের অংশগ্রহণও প্রথম। আসরে ‘এ’ গ্রুপের তিন দল হচ্ছে স্বাগতিক ভুটান, ভারত ও মালদ্বীপ। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। বাংলাদেশ মিশন শুরু করবে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনালের টিকেট পাবে। এরপর সেমি হয়ে ফাইনাল। এই আসরে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন মিশরাত জাহান মৌসুমী। আর সহ-অধিনায়ক অনুর্ধ-১৬ দলের অধিনায়ক মারিয়া মান্দা। এই আসরে খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, এই আসরে আমরা প্রথমবারের মতো খেলব। নার্গিস ইনজুরির কারণে দলে নেই। এই দলে ১০ সিনিয়র এবং অনুর্ধ-১৬ দলের ১৩ ফুটবলার আছে। তারা অনেকদিন একসঙ্গে অনুশীলন করায় তাদের মধ্যে ভাল সমন্বয় আছে। তবে অনুর্ধ-১৮ দলের সিনিয়র খেলোয়াড় গত দুই বছর ধরে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তবে তারা অন্যদের সঙ্গে অনুশীলনের পাশাপাশি সপ্তাহে ৩/৪টি করে প্র্যাকটিস ম্যাচ খেলেছে। আশাকরি সমস্যা হবে না। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। অধিনায়ক হিসেবে এটাই প্রথম মিশন মিডফিল্ডার মৌসুমীর। তিনি বলেন, অধিনায়কত্ব মানেই বাড়তি চাপ, বাড়তি দায়িত্ব। চেষ্টা করব ভালমতো দায়িত্ব পালন করতে। দলগতভাবে আমরা কঠোর হার্ডওয়ার্ক করেছি। অনুর্ধ-১৬ দলের সঙ্গে দীর্ঘদিন অনুশীলন করেছি। দেশবাসীর কাছে দোয়া চাই যেন ফাইনাল খেলতে পারি। ভুটানে সবসময়ই তাক লাগানো সাফল্য পেয়েছে বাংলার মেয়েরা। এর আগে দেশটিতে দুইবার শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অবশ্য দু’বারই পুরুষ দল। একবার ২০০২ সালে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে (বাফুফে একাদশ নামে)। আরেকটি ২০১৪ সালে কিংস কাপে শেখ জামাল ধানম-ি ক্লাব। কিছুদিন আগে অবশ্য সাফ অনুর্ধ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলার কিশোরীরা। পুরো আসরে ভাল খেলেও ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল। এবার অনুর্ধ-১৮ দলের সেই ক্ষত শুকানোর মিশন। বাংলাদেশ দল ॥ মাহমুদা আক্তার, রূপনা চাকমা, রোকসানা বেগম, মাসুরা পারভীন, শিউলি আজিম, আঁখি খাতুন, সাজেদা খাতুন, শামসুন্নাহার, আনাই মগিনি, নাজমা, ঋতুপর্ণা চাকমা, নীলুফা ইয়াসমীন নীলা, মারিয়া মান্দা (সহ-অধিনায়ক), মিশরাত জাহান মৌসুমী (অধিনায়ক), ইশরাত জাহান রতœা, মনিকা চাকমা, মারিয়া খাতুন, সানজিদা আক্তার, তহুরা খাতুন, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রাণী সরকার, রাজিয়া খাতুন এবং আনুচিং মগিনি। কোচ : গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ : মাহবুবুর রহমান লিটু।
×