ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাইবার ক্রাইম দিন দিন বাড়ছে ॥ মেনন

প্রকাশিত: ০৬:২৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮

সাইবার ক্রাইম দিন দিন বাড়ছে ॥ মেনন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ডিজিটাল আইন নিয়ে সাংবাদিকদের মধ্যে কিছু আপত্তি রয়েছে। আমিও তাদের সঙ্গে একমত। আমি চাই না সংবাদপত্রের কণ্ঠরোধ করা হোক। তবে সাইবার ক্রাইম দিনে দিনে বেড়ে যাচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করা দরকার। তা না হলে শুধু রাজনীতি নয়, ব্যক্তি পর্যায়েও ক্ষতির সম্মুখীন হতে হবে। তারপরও ডিজিটাল আইন নিয়ে আমরা পুনরায় বিবেচনা করছি। বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে সোমবার রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট হয়েছে। এটা বড় ধরনের অগ্রগতি। প্রবীণ সাংবাদিকদের জন্যও কিছু করার বিষয় আমরা আলোচনা করছি। ১/১১ এর মতো বিএনপি, জামায়াতি আর বামাতিরা আজ এক হয়ে আল্টিমেটাম দিয়েছে। তাদের লক্ষ্য নির্বাচন বানচাল করা। এক এগারোতে তারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। এখন আর বাংলাদেশের জনগণকে এত বোকা ভাবার কারণ নাই। জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে। সাংবিধানিক পদ্ধতিতেই নির্বাচন হবে, অন্য কিছুর সুযোগ নেই। আর কেউ যদি নির্বাচনে না আসে তবে আমাদের কিছু করার নেই। মতবিনিময় সভায় ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম নিলু, সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাবেক সভাপতি এ্যাডভোকেট এসএম ইকবাল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
×