ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলেজ ছাত্রলীগের কোন্দল মেটাতে চট্টগ্রামে কেন্দ্রীয় নেতারা

প্রকাশিত: ০৬:২৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮

কলেজ ছাত্রলীগের কোন্দল মেটাতে চট্টগ্রামে কেন্দ্রীয় নেতারা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে সৃষ্ট কোন্দল মেটাতে চট্টগ্রামে এসেছেন কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার সকালে পদবঞ্চিত নেতাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোঃ রেজোয়ানুল হক চৌধুরী শোভন। একই সঙ্গে তিনি পৃথকভাবে কথা বলেছেন পদ পাওয়া নেতাদের সঙ্গেও। কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা ও বিরোধ মেটাবার আশ্বাস দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছাত্রলীগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সভাপতি শোভন মঙ্গলবার সকালে নগরীর লালখান বাজার আমিন সেন্টারে কথা বলেন পদবঞ্চিত নেতাদের সঙ্গে। সংক্ষিপ্ত বৈঠকে তিনি সঙ্কট সমাধানে করণীয় নিয়ে আলোচনা করেন। চট্টগ্রাম কলেজের নতুন কমিটিকে ঘিরে যে উত্তাপের সৃষ্টি হয়েছে তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের বঞ্চিত অংশের নেতারা। ছাত্রলীগ সভাপতি শোভন পদ পাওয়া নেতাদের সঙ্গেও কথা বলেছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও নেতৃবৃন্দ সমস্যার সমাধানে স্থানীয় নেতাদের কাছ থেকে অভিমত গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক প্রমুখ। সমস্যার সমাধানে নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গেও কথা বলবেন। চট্টগ্রামে আসা নেতৃবৃন্দ প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
×