ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেসিসি মেয়রের দায়িত্ব গ্রহণ

‘কোন অনিয়ম ও দুর্নীতি মেনে নেয়া হবে না’

প্রকাশিত: ০৬:২৩, ২৬ সেপ্টেম্বর ২০১৮

‘কোন অনিয়ম ও দুর্নীতি মেনে নেয়া হবে না’

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে নতুন পরিষদ মঙ্গলবার বিকেলে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে নগর ভবনের নিচতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী মেয়রের অনুপস্থিতে কেসিসির বিদায়ী প্যানেল মেয়র-১ আনিছুর রহমান বিশ্বাস নতুন মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে খুলনা সিটির নতুন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে গত ১০ বছরে উন্নয়নের যে পর্যায়ে নিয়ে গেছেন তা কোন অবস্থাতেই ব্যর্থ হতে দেব না। নগরীকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে বসবাসের যোগ্য করে গড়ে তোলা হবে। কেসিসিতে কোন অনিয়ম, দুর্নীতি মেনে নেয়া হবে না। তিনি বলেন, খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। ইতোমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনের জন্য ৮২৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যে অর্থ ব্যয় হবে নগরীর মধ্য দিয়ে বয়ে চলা খাল, জলাশয় ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে। এ কাজ করতে যে কোন প্রতিবন্ধকতা কঠোরভাবে দমন করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী মেয়র মনিরুজ্জামান মনি অনুপস্থিত থাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে তালুকদার আব্দুল খালেক বলেন, অনুষ্ঠানে না এসে ভুল করেছেন। এর হিসাব নগরবাসীকে আপনার দিতে হবে। কেসিসির বিদায়ী পরিষদের প্যানেল মেয়র- ১ আনিছুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, রাজশাহী সিটির নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু প্রমুখ।
×