ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাসাইলে খেলার মাঠে পানি ॥ কর্তৃপক্ষ নীরব

প্রকাশিত: ০৬:২২, ২৬ সেপ্টেম্বর ২০১৮

বাসাইলে খেলার মাঠে পানি ॥ কর্তৃপক্ষ নীরব

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৫ সেপ্টেম্বর ॥ বাসাইলে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠটি দীর্ঘদিন ধরে পানিতে তলিয়ে থাকলেও কর্তৃপক্ষের কোন নজর নেই। অবহেলা আর চোখের জলে দীর্ঘদিন ধরে ভাসছে মাঠটি। এ অবস্থায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ক্রীড়াপ্রেমীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের যে সময়টা ক্রিকেট বা ফুটবল খেলায় মগ্ন থাকার কথা, অথচ এই মাঠের কারণে তাদের সময় দিতে হচ্ছে বিভিন্ন পাড়া-মহল্লায় আড্ডা অথবা রাস্তার ধারে মোবাইল ফোনে। এই আড্ডা থেকেই শিক্ষার্থীরা নেশার জগতে পা রাখছে। বিকেল হলেই এই মাঠে দেখা যেত পৌর এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা নানা বয়সী ক্রীড়াপ্রেমীদের। এছাড়াও বড় ধরনের সভা, সমাবেশ ও নিয়মিত সব ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয় এই মাঠে। অথচ নিত্য প্রয়োজনীয় বিশাল এ মাঠটির যেন এখন অভিভাবকশূন্য। অল্প বৃষ্টি হলেই মাঠটিতে জমে থাকে হাঁটু পানি। আর বর্ষা মৌসুমে থাকে কোমর পানি, যা মাছ চাষ ও বোরো ধান চাষের জন্য উপযোগী হয়ে এখন খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে ক্রীড়াপ্রেমীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বাসাইল পশ্চিমপাড়ার কৃতী সন্তান ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের সাবেক অধিনায়ক ইউসুফ আলী খান বলেন, বাসাইল উপজেলায় ফুটবল খেলোয়াড় তৈরি হওয়ার মতো অনেক প্রতিভা রয়েছে। শুধু উপযোগী একটি মাঠের অভাবে খেলোয়াড় তৈরি করা সম্ভব হচ্ছে না। বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ বলেন, মাঠটি উপজেলা পরিষদ ও প্রশাসন নিয়ন্ত্রণ করে। এখনও পৌরসভার নিয়ন্ত্রণে দেয়া হয়নি। এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, মাঠটিতে মাটি ভরাট করা অতি জরুরী। খেলাধুলা ছাড়াও সরকারী অনুষ্ঠানগুলো এই মাঠেই করা হয়। পুরো মাঠটি ভরাটের ক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন। ইতোমধ্যে কিছু মাটি ফেলা হয়েছে। খুব শীঘ্রই মাঠটিতে মাটি ভরাটের পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
×