ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর লন্ডন ফ্লাইটের আগে মাদকসেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ॥ বিমানমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৩, ২৬ সেপ্টেম্বর ২০১৮

প্রধানমন্ত্রীর লন্ডন ফ্লাইটের আগে মাদকসেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ॥ বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ফ্লাইটের আগে মাদক সেবনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটন বিষয়কমন্ত্রী একেএম শাহজাহান কামাল। মঙ্গলবার দুপুরে ট্যুরিস্ট বোর্ড কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ওয়ার্ল্ড ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের ২০১৮ সালের বাৎসরিক হিসাব অনুযায়ী ২০১৭ সালের অর্থবছরে দেশের জাতীয় আয়ে ভ্রমণ ও পর্যটন খাতের প্রত্যক্ষ অবদান ছিল ৪২৭.৫ বিলিয়ন (৪ হাজার ২শ’ ৭৫ কোটি) টাকা যা জিডিপির ২.২ শতাংশ এবং মোট আয় ছিল ৮৫০.৭ বিলিয়ন (৮ হাজার ৫শ’ ৭ কোটি) টাকা যা জিডিপির ৪.৩ শতাংশ। এই সেক্টরে প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে অবদান ছিল ১ হাজার ১শ’ ৭৮টি যা দেশের মোট কর্মসংস্থানের ১.৮ শতাংশ। ২০১৭ সালের পরোক্ষ কর্মসংস্থানের ক্ষেত্রে মোট কর্মসংস্থানের ৩.৮ শতাংশ অবদান পর্যটন খাত থেকে এসেছে। প্রধানমন্ত্রীর ফ্লাইট পরিচালনার আগে এক ক্রুর ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাকে ভিভিআইপি ফ্লাইট থেকে বহিষ্কার করা হয়। এত বড় অপরাধের পর কিভাবে তাকে ডিউটি দেয়া হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে (ক্রু) সাসপেন্ড করা হয়েছে। তদন্তের পর আরও শাস্তি দেয়া হবে। দেখেন আমি এবার বিমান কেমনে চালাই। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের গ্রোথ সবচেয়ে কম। এটা গুলশানের হলি আর্টিজানের হামলার কোন প্রভাব কি না জানতে চাওয়া হলে- তিনি বলেন, আইএস নামে একটি প্রতিষ্ঠান (সংগঠন হবে) হলি আর্টিজানে হামলা চালায়। ওরা এখনও তৎপর। এর পেছনে বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা দায়ী। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এটা তাদের কাজ। এখন আমরা ঘুরে দাঁড়াচ্ছি। মন্ত্রীর বক্তব্যে ট্যুরিজম বোর্ডের নানা কর্মসূচীর বিষয় থাকলেও ট্যুর অপারেটরস অব বাংলাদেশের (টোয়াব) দিনব্যাপী কর্মসূচীর কথা উল্লেখ করা হয়নি কেন- টোয়াবের এক নেতার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে যে লিখিত বক্তব্য দেয়া হয়েছে সেটা আমি সকালে পেয়েছি, সেটাই পড়েছি। ঠিকমতো দেখতে পারিনি। দেখেন, বোধহয় লেখার মধ্যে কোন ভুল হয়েছে। কক্সবাজারে ১০ লাখ রোহিঙ্গার অবস্থানের কারণে পর্যটন শিল্পের ওপর কোন প্রভাব পড়েছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। আমরা তাদের কেন আশ্রয় দিয়েছি? মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে জায়গা দিয়েছেন। তাদের জন্য চলতি অর্থবছরে বাজেট রেখেছেন। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে বিশ্ব নেতাদের উদ্দেশে দেয়া ভাষণে এ বিষয়টি উঠে আসবে। পর্যটন নিয়ে সরকার কী মহাপরিকল্পনা নিয়েছে জানতে চাইলে মন্ত্রী বললেন, আমি তো লিখিত বক্তব্য পড়লাম, পর্যটন দিবসের কর্মসূচীর প্রচারের বিষয়ে আপনাদের (মিডিয়ার) সহযোগিতা চাইলাম। এই প্রশ্নের উত্তরেই তিনি আরও বলেন, পর্যটনের বিকাশে ও বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে আমি মন্ত্রী হওয়ার পর ইতালির মিলানে গিয়েছি। ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৬ শতাংশই ফেল বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীতে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে ৮৬ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছে, পাসের হার ১৪%। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কলা অনুষদের ডিন ও ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক আবু মোঃ দেলোয়ার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপাচার্য জানান, এ বছর মোট ৩৫ হাজার ৭শ’ ২৬ জন ভর্তিচ্ছুর মধ্যে ৩৩ হাজার ৮শ’ ৯৭ জন পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে ৪ হাজার ৭শ’ ৪৭ জন শিক্ষার্থী। ভর্তির সুযোগ পাবে ২ হাজার ৩৭৮ জন শিক্ষার্থী।
×