ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘মন্ত্রীর কথায় মামলা হবে না’ এ শিরোনামের সংবাদের ব্যাখ্যা

প্রকাশিত: ০৫:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮

‘মন্ত্রীর কথায় মামলা হবে না’ এ শিরোনামের সংবাদের ব্যাখ্যা

২৫ সেপ্টেম্বর প্রকাশিত দৈনিক জনকণ্ঠ, দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক ইনকিলাব, দৈনিক মানবজমিন ও দৈনিক মানবকণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ‘মন্ত্রীর কথায় তো মামলা হবে না’, ‘মন্ত্রীর কথায় অনুসন্ধান হবে না, ‘মন্ত্রীর কথায় তদন্ত করবে না দুদক ইত্যাদি বাক্য ব্যবহার করে যে সংবাদ প্রতিবেদন ছাপা হয়েছে তার প্রতি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপির’ দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে নি¤œবর্ণিত ব্যাখ্যা দিয়েছেন। আইনমন্ত্রী আনিসুল হক তার ব্যাখ্যায় বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতির বিষয়ে তিনি কখনও দুর্নীতি দমন কমিশনকে মামলা করতে কিংবা অনুসন্ধান করতে কিংবা তদন্ত করতে বলেন নি। তাই তার নাম ব্যবহার করে এ ধরনের বক্তব্য প্রদান ও তা সংবাদ মাধ্যমে প্রচার করা অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি। মন্ত্রী আরও বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতির বিষয়ে বিগত ২৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছি, ‘আমরা কিন্তু সব সময়ই বলে আসছি আইন সকলের উর্ধে এবং তার (সুরেন্দ্র কুমার সিনহা) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন সেটা খতিয়ে দেখছেন। তারা যখন তার বিরুদ্ধে মামলা করবেন, তখনই মামলা হবে। সেখানে আমরা কোন হস্তক্ষেপ করব না। এই মন্তব্য ২৪ সেপ্টেম্বর দৈনিক জনকণ্ঠ, দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ও দৈনিক মানবজমিনসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ছাপা হয়েছে। -বিজ্ঞপ্তি
×