ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দরপতনের শীর্ষে ইনটেক

প্রকাশিত: ০৭:০৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮

দরপতনের শীর্ষে ইনটেক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে রয়েছে ইনটেক লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৯.৯২ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৪ টাকা ৫০ পয়সা বেচাকেনা হয়েছে। এক হাজার ৯৫৮ বারে কোম্পানির ১৫ লাখ ৫১ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৮ কোটি ৬৮ লাখ টাকা। লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ১ টাকা ১০ পয়সা বা ৭.৩৩ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে। ১৪৮ বারে কোম্পানির ১ লাখ ২৬ হাজার ৯৬৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১৭ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়াইম্যাক্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল ইন্স্যুরেন্স, কেডিএস এ্যাক্সেসরিজ, ফাইন ফুডস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আল-হাজ টেক্সটাইল ও সোনারগাঁ টেক্সটাইল।
×