ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ কনসার্ট

প্রকাশিত: ০৬:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০১৮

নীলফামারীতে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ কনসার্ট

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে নীলফামারী জেলা প্রশাসনের সহযোগিতায় দেশসেরা শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়ন কনসার্ট ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’। তারুণ্যের দুর্বার উদ্যম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলছে নতুন শক্তির বাংলাদেশ। উন্নয়নের এ ধারাবাহিকতায় উদ্যাপন করতেই উন্নয়ন কনসার্টের আয়োজন। সারদেশের ১৯ জেলার উন্নয়ন কনসার্ট শেষে সমাপনী অনুষ্ঠান আগামী ১ অক্টোবর ২০তম জেলা নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের গ্যালারি ও স্টেডিয়ামের মাঠজুড়ে প্রায় ৩০ হাজার দর্শকের উপস্থিতিতে এ উন্নয়ন কনসার্টের সমাপনী অনুষ্ঠান হবে। উন্নয়ন কনসার্টের সমাপনী অনুষ্ঠান সফল করতে নীলফামারীতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ ফয়জুর রহমান ফারুকী। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহিনুর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর সহ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহীম মঞ্জিল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা কালচারাল অফিসার কাজী মোঃ আরিফুজ্জামান প্রমুখ। যুগ্ম-সচিব মোঃ ফয়জুর রহমান ফারুকী বলেন, সারাদেশের ১৯ জেলার উন্নয়ন কনসার্টের সমাপনী হবে আগামী ১ অক্টোবর সরকারের উন্নয়ন কনসার্টের সমাপনী ঘটবে নীলফামারীতে। তাই সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে এ কনসার্ট সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকা-ের প্রামাণ্য ভিডিওচিত্র দেখানো হবে। এছাড়াও দেখানো হবে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের ভিডিও তথ্যচিত্র। জেলা পর্যায়ের অনুষ্ঠান শেষে শুরু হবে বিভাগীয় পর্যায়ে বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে মেগা কনসার্ট। এ সময় উন্নয়ন কনসার্ট প্রোগ্রামার রেজাউল করিম সৌরভ বলেন, কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কনসার্টে গান পরিবেশন করবেন মমতাজ, ব্যান্ডদল বাপ্পা মজুনদারের নেতৃত্বে দলছুট, চিরকুট, জলের গান, লালন, ভাইকিংস ও শূন্যের মতো ব্যান্ডদলগুলোও অংশ নেবে কনসার্টে। কনসার্টে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা ছাড়াও থাকবে আকর্ষণীয় লেজার শো ও আঁতশবাজি। নীলফামারীর উন্নয়ন কনসার্টে উপস্থাপনায় থাকবেন শাফায়াত মাহমুদ ফুয়াদ ও অভিনেত্রী তানিয়া হোসেন। উন্নয়ন কনসার্টের মিডিয়া পার্টনার দেশ টিভির মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার ছাড়াও স্থানীয় পর্যায়ে ক্যাবল টিভির মাধ্যমেও অনুষ্ঠানটি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।
×