ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লীগ

চেলসির হোঁচট, জয় আর্সেনালের

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮

চেলসির হোঁচট, জয় আর্সেনালের

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে আর্সেনাল জিতলেও হোঁচট খেয়েছে চেলসি। রবিবার রাতে ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে অতিথি এভারটনকে। আর এ্যাওয়ে ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে গোলশূন্য ড্র করেছে চেলসি। দ্বিতীয়ার্ধের দুই গোলে টানা চার জয় পেয়েছে আর্সেনাল। গানার্সদের হয়ে গোল দুটি করেন আলেকজান্দার লাকাজেট ও পিয়েরে-এমেরিক আউবামেয়াং। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য দেখানো আর্সেনাল কোনভাবেই প্রথমার্ধে অতিথিদের রক্ষণে চিড় ধরাতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় আর্সেনাল। এর সুফল পেতে খুব বেশি দেরি হয়নি। ৫৬ মিনিটে এ্যারন র‌্যামসের পাসে ২০ গজ দূর থেকে লাকাজেটের ডান পায়ের জোরালো এক শটে এগিয়ে যায় গানার্সরা। দুই মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন আউবামেয়াং। ফরাসী এই স্ট্রাইকারের গোলটিতেও বড় অবদান রাখেন র‌্যামসি। অবশ্য টিভি রিপ্লেতে দেখা যায়, অফসাইডে ছিলেন আউবামেয়াং। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে আর্সেনাল। সব ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। চতুর্থ স্থানে থাকা ওয়াটফোর্ডের পয়েন্ট ১৩। এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। অন্যদিকে টানা পাঁচ ম্যাচে জয়ের পর প্রথমবারের মতো পয়েন্ট হারিয়েছে চেলসি। ম্যাচে শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও স্বাগতিকদের রক্ষণকে ফাঁকি দিতে পারেনি চেলসি। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া চেলসি একাধিক আক্রমণ করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় সফলতা পায়নি। ৯০ মিনিটে রস বার্কলের শট দারুণ দক্ষতায় ওয়েস্টহ্যাম গোলরক্ষক রুখে দেন। গত মৌসুমে ওয়েস্টহ্যামের মাঠে ১-০ গোলে হেরেছিল চেলসি। এ নিয়ে প্রিমিয়ার লীগে টানা তিন ম্যাচে ওয়েস্টহ্যামকে হারাতে ব্যর্থ হলো তারা।
×