ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দশম সমাবর্তন ঘিরে রাবিতে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০১৮

দশম সমাবর্তন ঘিরে রাবিতে ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সর্বশেষ ৯ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ১৮ জানুয়ারি। এরপর দশম সমাবর্তনের উদ্যোগ নেয়া হলেও নানা কারণে সমাবর্তনটি পেছাতে থাকে। তবে দীর্ঘ প্রচেষ্টার পর উপাচার্য এম আব্দুস সোবহান সমাবর্তনের তারিখ চূড়ান্ত করতে সক্ষম হয়েছেন। আগামী ২৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে আড়াইটায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহু আকাক্সিক্ষত এই সমাবর্তন। এর মধ্যেই সমাবর্তনকে সবদিক থেকে সফল করতে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রস্তুতির ব্যাপক কর্মযজ্ঞ। সমাবর্তনকে ঘিরে যেন ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী জানান, দশম সমাবর্তনের সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও আচার্য মোঃ আবদুল হামিদ। সমাবর্তনের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত এমিরেটাস অধ্যাপক আলমগীর মোঃ সিরাজউদ্দীন। সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আরও জানান, সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিনের সময়ে দশম সমাবর্তনের নিবন্ধন শুরু হয়। ওই সময়ে মোট ৫ হাজার ২৭৫ গ্রাজুয়েট নিবন্ধন করেন। উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান আবারও সমাবর্তনের নিবন্ধনের তারিখ ঘোষণা করেন। সমাবর্তনে অংশ নিতে নির্ধারিত সময়ে মোট ৬ হাজার ৯ গ্রাজুয়েট নিবন্ধন করেন।
×