ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঐক্য করে কোন ফল হবে না ॥ ইসমাত আরা

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮

ঐক্য করে কোন ফল হবে না ॥ ইসমাত আরা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৪ সেপ্টেম্বর ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন ঐক্য করে কোন ফল হবে না। নির্বাচনের সময় এমন ঐক্য হয়েই থাকে। আমাদের ঝড়ের বেগে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেই। নেত্রীর কোন বিকল্প নেই। নৌকার কোন বিকল্প নেই। তার শক্তিশালী নেতৃত্বের কারণে আজ আমাদের বাংলাদেশ সারা পৃথিবীতে উন্নয়নের একটি রোল মডেল হয়ে গেছে। প্রধানমন্ত্রী যখন যে দেশে গিয়েছেন সেখানে তাকে সম্মানে সম্মানীত করা হযেছে। এবার জাতিসংঘ তাকে দুটি পুরস্কার দেয়া হবে এটা এমনি এমনি না। যে দেশ এক সময় পরিচিত ছিল তলাবিহীন ঝুড়ি, বন্যা, খরা, ঝড়, দরিদ্র পীড়িত হয়ে থাকবে সেই দেশ আজ প্রমাণ করেছে যে আমরা আর ভিক্ষাবৃত্তি করব না। আমরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে নৌকার সরকারের কোন বিকল্প নাই। সোমবার সকালে কেশবপুর আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী উক্ত কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চেয়ারম্যান আব্দুস সামাদ, আমজাদ হোসেন, শফিকুল ইসলাম মুকুল, মোস্তাফিজুল ইসলাম মুক্ত, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এবাদত সিদ্দিকী বিপুল, গৌতম রায়, ছাত্রলীগের খন্দকার আজিজুর রহমান, প্রমুখ।
×