ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক শিক্ষক দিয়ে চলছে আড়াই শ’ শিক্ষার্থীর পাঠদান

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮

এক শিক্ষক দিয়ে চলছে আড়াই শ’ শিক্ষার্থীর পাঠদান

রাজুমোস্তাফিজ, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের চিলমারীতে এক স্কুলে একজন শিক্ষক দিয়েই চলছে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়টির শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৬ ক্লাসের আড়াই শ’ শিক্ষার্থীকে একজন শিক্ষককেই সামলাতে হচ্ছে। তার উপর আবার প্রশাসনিক কার্যক্রম। এ কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম বিঘিœত হচ্ছে। ফলে স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়া এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। জানা গেছে, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিভাজিত দুর্গম অষ্টমীরচর ইউনিয়নে ১৯৬৩ সালে স্থাপিত হয় ছালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ২৫৫। স্কুলটির প্রধান শিক্ষক নাছিমা খানম। ওই স্কুলে ৩ শিক্ষক কর্মরত ছিলেন। হারুন অর রশিদ নামের এক শিক্ষক ডিপিএড প্রশিক্ষণে রয়েছেন, অপর শিক্ষক শামছুন্নার গত ১৫ সেপ্টেম্বর রাজারহাট উপজেলায় বদলি হয়ে যান। বর্তমানে প্রধান শিক্ষক নাছিমা খানম একাই স্কুলের ৬ ক্লাসে পাঠদান করছেন। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ওই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। চরম অনিশ্চয়তায় পড়েছে কোমলমতি আড়াই শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া। স্কুলটির প্রধান শিক্ষক নাছিমা খানম বলেন, ‘৫ পদের এই স্কুলে শিক্ষার্থী রয়েছে ২৫৫ জন। একজন শিক্ষক ডিপিএড প্রশিক্ষণ করছেন, ৭ (খ) ধারায় নিয়োগপ্রাপ্ত অপর শিক্ষক শামছুন্নাহার বেগম গত ১৫ তারিখে বদলি হয়ে যাওয়ায় বিদ্যালয়ের পাঠদান বিঘিœত হচ্ছে।’ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরফান আলী ভূঁইয়া বলেন, ‘ছালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কখনও স্থানীয় শিক্ষক দেয় না। দূরের শিক্ষকদের দেয়া হয় তারা ২-৪ মাস পরে বদলি হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘শিক্ষক না থাকায় বিদ্যালয়ের লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে, বিষয়টি উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি।’ উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানান, ৭(খ) ধারায় নিয়োগপ্রাপ্ত শিক্ষককে বদলি বিধিসম্মত তাই শামছুন্নাহারকে বদলি করা হয়েছে। নতুন শিক্ষক নিয়োগ হয়েছে শিক্ষক স্বল্পতায় পাঠদান বিঘিœত হওয়ায় ওই স্কুলের তালিকা প্রথমে দেয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে শিক্ষক পদায়ন হবে।
×