ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বিএনপি নেতা খসরুর জামিননামা দাখিল

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামে বিএনপি নেতা খসরুর জামিননামা দাখিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নাশকতায় উস্কানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় আদালতের উপস্থিত হয়ে উচ্চ আদালতের জামিননামা দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওসমান গণির আদালতে তিনি জামিন প্রার্থনা করলে ২০ হাজার বন্ডে তার জামিননামা নির্ধারিত হয়। আদালত সূত্রে জানা যায়, বিএনপি আমির খসরু মাহমুদ চৌধুরী হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তবে তার প্রতি বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশনা ছিল। সে অনুযায়ী তিনি হাইকোর্টের আদেশসহ আদালতে উপস্থিত হয়ে জামিন চান। প্রসঙ্গত, নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে রাস্তায় নামার শিশু-কিশোরদের আন্দোলনে নিজ দলের কর্মী-সমর্থকদের নেমে পড়ার নির্দেশনা প্রদান করেছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ৪ আগস্ট তার সঙ্গে কুমিল্লার এক কর্মীর ফোনালাপ ফাঁস হয়ে গেলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর তথ্যপ্রযুক্তি আইনে বিএনপির এই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
×