ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদ বহাল রেখে সংবিধান অনুসরণ করেই নির্বাচন হবে ॥ কামরুল

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০১৮

সংসদ বহাল রেখে সংবিধান অনুসরণ করেই নির্বাচন হবে ॥ কামরুল

স্টাফ রিপোর্টার ॥ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সংসদ বহাল রেখে সংবিধান সম্মত পন্থায় সংবিধান অনুসরণ করেই আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। সংবিধানের বিধি-বিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই। নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি তাদের নেই। তিনি বলেন, রাজনীতির মাঠে পর্যুদস্ত বিএনপি-জামাত ড. কামাল-বি চৌধুরীর ঘাড়ে সওয়ার হয়ে আবার জীবন ফিরে পাওয়ার চেষ্টা করছে। তাদের এই ঐক্য জনগণের ঐক্য নয়। এটা নামসর্বস্ব দল এবং রাজনৈতিকভাবে পর্যুদস্ত নেতাদের ঐক্য। এতে ভোটারদের মধ্যে কোন প্রতিফলন ঘটবে না। সোমবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়ন বাজারে দোকানে দোকানে গিয়ে জনসংযোগ করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। এসময় তিনি বাজারের দোকানদার ও উপস্থিত জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। জনসংযোগ শেষে মন্ত্রী স্থানীয় স্কুল মাঠে এক জনসভায় বক্তৃতা করেন। ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন মন্জুরুল আলম রাজীব, বেলাল হোসেন প্রমুখ।
×