ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অধ্যক্ষকে ওএসডি করায় ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন চলছে

প্রকাশিত: ০৫:৫২, ২৫ সেপ্টেম্বর ২০১৮

অধ্যক্ষকে ওএসডি করায় ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন চলছে

স্টাফ রিপোর্টার ॥ অধ্যক্ষ আবুল কালাম বেপারীকে ওএসডি করার প্রতিবাদে টানা নবম দিনেও ক্লাস বর্জন কর্মসূচী অব্যাহত রেখেছেন ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি তারা অধ্যক্ষকে দায়িত্ব ফিরিয়ে দিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন কলেজ ক্যাম্পাসে। সোমবার ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, আগের কয়েকদিনের মতো এদিনও ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। তারা অধ্যক্ষকে দায়িত্ব ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন করছেন। গত ১৬ সেপ্টেম্বর ওএসডি করা হয় ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম বেপারীকে। আন্দোলনকারী শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, স্যারকে কী কারণে ওএসডি করা হয়েছে, তা আমরা জানি না। স্যার পড়ালেখাসহ সব কাজ যতœ নিয়ে করেন। আমরা স্যারকে পুনরায় কলেজে দেখতে চাই। অধ্যক্ষ আবুল কালাম বেপারী সোমবার সাংবাদিকদের বলেন, শুনেছি, আমার ওএসডি’র খবর শুনে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অনশন করছে। কিন্তু আমি তাদের অনুরোধ করে বলেছি, তারা যেন ক্লাসে ফিরে যায়। তাদের এ-ও বলেছি, হয়ত আমার চেয়ে আরও ভাল অধ্যক্ষ আসবেন। আমি বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা তা শুনছে না। কেন ওএসডি করা হয়েছে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, আমি কাজ বেশি পছন্দ করি এবং সবসময় কাজে লেগে থাকি। এতে কেউ কেউ ঈর্ষান্বিত হচ্ছে কি না, তা বলতে পারছি না। তবে গত ১৫ সেপ্টেম্বর কলেজে পুনর্মিলনী অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে কোন গরমিলের কারণে হয়ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাকে ওএসডি করা হয়ে থাকতে পারে। কী ধরনের অনিয়ম জানতে চাইলে কোন জবাব দেননি অধ্যক্ষ আবুল কালাম। তিনি বলেন, এই কলেজে থাকার ইচ্ছা তো ব্যক্তিগতভাবে আছেই। তবে সেটি সরকারের সিদ্ধান্তের বিপরীতে নয়। সরকার আমাকে যেখানে খুশি বদলি করুক, আমার কোন আপত্তি নেই।
×