ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতিসংঘে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাবেন কিউবার প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৫:৫০, ২৫ সেপ্টেম্বর ২০১৮

জাতিসংঘে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাবেন কিউবার প্রেসিডেন্ট

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল বলেছেন, তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সভ্য সম্পর্ক চায়। যদিও ১৯৬২ সাল থেকে দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি রয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছার পর তার দেশের জাতীয় সংবাদ সংস্থার কাছে রবিবার কানেল বলেন, জাতিসংঘের বার্ষিক এই সমাবেশে তার বক্তব্যে তিনি কিউবার ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক, অর্থনৈতিক ও আর্থিক নিষেধাজ্ঞার নিন্দা জানাবেন এবং এই নিষেধাজ্ঞা যে ব্যর্থ হয়েছে ও ভবিষ্যতেও ব্যর্থ এবং তা তুলে ধরবেন। -খবর এএফপির কিউবা-মার্কিন সম্পর্ক বিষয়ে তিনি বলেন, আদর্শগত পার্থক্য সত্ত্বেও তিনি দুই দেশের মধ্যে সভ্য সম্পর্ক চান। তবে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারে মার্কিন এই প্রশাসনের সঙ্গে সমান সম্পর্ক তৈরি করা কঠিন কাজ ।
×