ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হংকংয়ে স্বাধীনতাপন্থী রাজনৈতিক দল নিষিদ্ধ

প্রকাশিত: ০৫:৫০, ২৫ সেপ্টেম্বর ২০১৮

হংকংয়ে স্বাধীনতাপন্থী রাজনৈতিক দল নিষিদ্ধ

স্বাধীনতার দাবিতে সোচ্চার একটি রাজনৈতিক দলকে সোমবার নিষিদ্ধ করেছে হংকং। ২১ বছর আগে ব্রিটেন নগরীটি চীনের কাছে ফেরত দেয়ার পর এই প্রথম কোন দলকে নিষিদ্ধ করা হলো যখন বেজিং হংকংয়ের সার্বভৌমত্ব অর্জনের পথে যেকোন চ্যালেঞ্জের ওপর চাপ বাড়িয়ে চলেছে। এএফপি। আধা-স্বায়ত্তশাসিত হংকং স্বাধীনতা উপভোগ করছে, মত প্রকাশের স্বাধীনতাসহ যেটা মূল ভূখ-ে দেখা যায় না। তবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীন কর্তৃত্বপরায়ণ চীনে রাজনৈতিক ভিন্নমত পোষণ করার জন্য অবকাশ সঙ্কুচিত হচ্ছে। পুলিশ জুলাইতে হংকং ন্যাশনাল পার্টিকে (এইচকেএনপি) নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। দলটি সুপরিচিত কিন্তু সদস্য সংখ্যা কম, মূল সদস্যবর্গ এক ডজনের মতো যারা চীন থেকে নগরীটির স্বাধীনতা চেয়ে আসছে। বিভিন্ন অধিকার গ্রুপ ও ব্রিটেনের বৈদেশিক কার্যালয় এই আদেশের নিন্দা করেছে। তারা বলেছে, হংকংয়ের অধিকারের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে। সোমবার হংকংয়ের সিকিউরিটি ব্যুরো ঘোষণা দিয়েছে তারা পুলিশের অনুরোধ গ্রহণ করেছে এবং সোসাইটিস অর্ডিন্যান্সের অধীনে দলটিকে নিষিদ্ধ করবে।
×