ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৫:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০১৮

অ ন্য র ক ম

হাসপাতাল ভবনের ছাদে মধু! ব্রিটেনের ক্যামব্রিজের ফুলবোর্ন হসপিটালের কর্মীরা হাসপাতাল ভবনের ছাদে বিশাল আকারের মৌমাছির কলোনি আবিষ্কার করেছেন। সে সময় ছাদের মৌচাক থেকে মধু ঝরে পড়ছিল। কলোনিতে ৬০ হাজার মৌমাছি পাওয়া গেছে। যারা ছাদটিকে তাদের আবাসভূমি হিসেবে ব্যবহার করত। কিছু পোকামাকড় উড়ে উড়ে ভবনটিতে প্রবেশ করে আবার চলে যায় দেখে কর্মীরা বিশেষজ্ঞদের ডেকে পাঠায়। দ্য ট্রি বি সোসাইটির ১২ ঘণ্টা সময় লাগে সেখান থেকে মৌমাছি অপসারণ করতে। ধারণা করা হচ্ছে, মৌমাছিগুলো সেখানে কয়েক বছর ধরে বাস করছে। -ফক্স নিউজ কলার বাক্সের মধ্যে কোকেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক কারাগারে বন্দীদের জন্য দেয়া কলার মধ্যে এক কোটি ৪০ লাখ ডলার মূল্যের কোকেন পাওয়া গেছে। কোকেনের প্যাকেটগুলো কলার বাক্সের ভেতরে রাখা ছিল। এক ফেসবুক পোস্টে টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিস জানিয়েছে, ইতোমধ্যে পেকে যাওয়া কলার বাক্সের মধ্যে কোকেন পাওয়া গেছে। কলাগুলো বন্দীদের জন্য দেয়া হয়েছিল। যে সার্জেন্ট বাক্সগুলো তুলছিলেন তিনি কলার নিচে সাদা পাউডার জাতীয় প্যাকেটের বান্ডিল পান। পরে তিনি মার্কিন রাজস্ব বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে ডেকে পাঠান। কর্মকর্তারা ৪৫টি বাক্সের মধ্যে ৫৪০ প্যাকেট কোকেন পান। -ইয়াহু নিউজ সিকিমে প্রথম বিমানবন্দর ভিত্তিপ্রস্তর স্থাপনের নয় বছর পর সিকিম রাজ্যের প্রথম ও একমাত্র বিমানবন্দর উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত বিমানবন্দরবিহীন ভারতের একমাত্র রাজ্য ছিল সিকিম। আগামী ৪ অক্টোবর পাকইয়ং বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বিমানবন্দরটির পরিচালক আর মঞ্জুনাথ। পাকইয়ং বিমানবন্দরটি স্থলবেষ্টিত হিমালায় রাজ্যটির যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে এবং সিকিমের পর্যটন শিল্পকে চাঙ্গা করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। পাহাড়ের উপর ২০১ একর আয়তনের বিমানবন্দরটি স্থানীয় পাকইয়ং গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত বলে জানিয়েছেন সিকিমের মুখ্যসচিব এ কে শ্রীবাস্তব। -এনডিটিভি
×