ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

আবুল হাসান সাহিত্য পুরস্কার পেলেন কবি অনুপম মণ্ডল

প্রকাশিত: ০৫:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০১৮

আবুল হাসান সাহিত্য পুরস্কার পেলেন কবি অনুপম মণ্ডল

স্টাফ রিপোর্টার ॥ আবুল হাসান সাহিত্য পুরস্কার পেলেন কবি অনুপম ম-ল। ‘অহম ও অশ্রুমঞ্জুরি’ পা-ুলিপির জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের অর্থমূল্য হিসেবে তাকে প্রদান করা হয় ১ লক্ষ ১ হাজার ১ শত ১ টাকা। অনলাইন সাহিত্য পত্রিকা ‘পরম্পরা’ ও প্রকাশনা সংস্থা ‘অগ্রদূত’ এর যৌথ আয়োজনে সোমবার বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। বিকেলে একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানে পুরস্কার প্রদানের পাশাপাশি শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক হায়াৎ মামুদকে প্রদান করা হয় ‘পরম্পরা-অগ্রদূত’ আজীবন সম্মাননা। এছাড়া গল্পের বাঁকবদলে বিশেষ অবদানের জন্য কাজল শাহনেওয়াজ ও কবিতার বাঁকবদলে বিশেষ অবদানের জন্য সাজ্জাদ শরিফকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। চারুকলায় মৃৎশিল্প বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০১৮’ উদ্বোধন ॥ গ্যালারিতে প্রবেশ করেই চোখে পড়বে মাটির তৈরি পাত্র, ফুল, পাখি, শপিংব্যাগ, কানের দুল, পারিবারিক জীবনের চিত্রসহ বিভিন্ন রকমের শিল্পকর্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ৪১ জন শিক্ষার্থীর ৮০ টির অধিক এসব শিল্পকর্ম নিয়ে জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০১৮’। সোমবার দুপুরে ৬ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও শিল্পানুরাগী প্রকৌশলী ময়নুল আবেদিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান দেবাশীষ পাল। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন মাবিয়া আক্তার (শ্রেষ্ঠ নিরীক্ষামূলক), শারমিন আক্তার শিমু (শ্রেষ্ঠ মৃৎশিল্প), মোহাম্মদ আল আমিন, অনামিকা দাশ, বিপ্লব কুমার ম-ল, আবু ইবনে রাফি, প্রিতম কুমার সিংহ ও সোলাইমান। প্রদর্শনী চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। কবি মাহবুব উল আলম চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত ॥ বাংলা সাহিত্য সংস্কৃতি, রাজনীতি জগতের চার গুণী স্মরণে স্মারক বক্তৃতার আয়োজন করেছে বাংলা একাডেমি। এরা হলেন ভাষাসংগ্রামী শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত, অজিত কুমার গুহ ও কবি মাহবুব উল আলম চৌধুরী এবং শিক্ষাবিদ গবেষক ড. মুহম্মদ এনামুল হক। চার দিনব্যাপী এ স্মারক বক্তৃতানুষ্ঠানের প্রথম দিন ছিল সোমবার। ভাষাসংগ্রামী কবি মাহবুব উল আলম চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এদিন বিকেলে। অনুষ্ঠানে ‘ভাষাসংগ্রামী কবি মাহবুব উল আলম চৌধুরী’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক শিরীন আখতার। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। মূল বক্তব্যে অধ্যাপক শিরীন আখতার বলেন, মাত্র ২৫ বছরে মাহবুব উল আলম চৌধুরী মাতৃভাষার প্রতি যে কর্তব্য পালন করে গেছেন, তা-ই তাকে স্মরণীয় করে রেখেছে। ছোটবেলা থেকেই তিনি মেধাবী। অন্যায়ের বিরুদ্ধে তিনি সব সময় ছিলেন দুঃসাহসী প্রতিবাদী। তার সমকালীন লেখা সব সময়ই সবাইকে প্রভাবিত করেছে। তিনি একজন ভাল সংগঠকও ছিলেন। তিনি একাধারে সমাজকর্মী, সংস্কৃতিসেবক, লেখক ও কবি। তার কবিতায় আন্তর্জাতিকতা ও শোষিত মানুষের কথা রয়েছে। তার ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতায় ন্যায্য দাবির কথাই উঠে এসেছে। সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বাংলা ভাষার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কবি মাহবুব উল আলম চৌধুরী তাদের অন্যতম। ১৯৫২ সালে তিনি চট্টগ্রাম জেলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। একুশে ফেব্রুয়ারিতে ঢাকায় গুলিবর্ষণ ও হত্যাকা-ের ঠিক আগেই তিনি আকস্মিকভাবে জলবসন্ত রোগে আক্রান্ত হন। ঢাকার ছাত্রহত্যার খবর পেয়ে সেই রাতেই রোগশয্যায় শুয়ে তিনি ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ এই দীর্ঘ কবিতা লেখেন। রাতেই সেটি মুদ্রিত হয় এবং পরের দিন প্রচারিত হয়। বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে ভাষাসংগ্রামী অজিতকুমার গুহ স্মারক বক্তৃতানুষ্ঠান। বক্তৃতা প্রদান করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। গানে গানে ‘গানের খেয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ॥ গানে গানে উদ্যাপন হলো সাংস্কৃতিক সংগঠন ‘গানের খেয়া’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সোমবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক ও নজরুল সঙ্গীত শিল্পী জোসেফ কমল রড্রিক্সকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ও বিশেষ অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী করিম হাসান খান, স্বপন কুমার দাস, জোসেফ কমল রড্রিক্স, অপর্ণা খান, দিপ্তী চৌধুরী, সামসীয়া শাম্মী, আঁখি বৌদ্ধ, তাসমিন জাহান, প্রসেনজিৎ কর্মকার, রেজাউল করিম হিটলু, সঞ্জয় প্রমুখ। সাইফুল রাজুর ‘স্বপ্নের প্রতিচ্ছবি’॥ ফুল থেকে মধু আহরন করছে প্রজাপতি, পাশেই নয়নাভিরাম সাজেক ভ্যালির রূপে ফুটে উঠেছে রূপসী বাংলা অপরূপশৈলী,সবুজ শ্যামল রূপ প্রকৃতির পাশাপাশি গ্যালারিতে শোভা পাচ্ছে গ্রামীণ জীবনযাপনের খ- খ- চিত্র। জেলেরা নৌকায় মাছ নিয়ে যাচ্ছে বাজারে, আবার শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে নীলাকাশের নিচে একদল শিশুর আগুন পোহানোর চিত্র, এছাগা রয়েছে বন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে যাওয়ার দৃশ্য। তরুণ আলোকচিত্রী সাইফুল রাজুর তোলা রূপসী বাংলার রূপ প্রকৃতি ও জীবনযাপনের এমন সব ভালোলাগার আলোকচিত্র নিয়ে বিশ^সাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুরু হয়েছে দুইদিনের আলোকচিত্র প্রদর্শনী। সোমবার বিকেলে ‘স্বপ্নের প্রতিচ্ছবি’ শিরোনামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন সঙ্গীত পরিচালক ও গায়ক ধ্রুব গুহ। বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোলা ৬০টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে সাইফুল রাজুর প্রথম এই একক আলোকচিত্র প্রদর্শনী। আজ মঙ্গলবার শেষ হবে দুইদিনের এই প্রদর্শনী।
×