ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকসহ চারজনকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ০৫:৩২, ২৫ সেপ্টেম্বর ২০১৮

জাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকসহ চারজনকে মারধরের অভিযোগ

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে শাখা ছাত্রলীগের কয়েক নেতাকর্মীর নেতৃত্বে বিশ^বিদ্যালয়ে এক কর্মরত সাংবাদিকসহ এক ছাত্রী ও দুই বহিরাগতকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ^বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের (জিমনেশিয়াম) সামনে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার মাহমুদুল হক সোহাগ বিশ^বিদ্যালয়ের জার্নালিজম এ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী ও চ্যানেল আই অনলাইন পত্রিকার বিশ^বিদ্যালয় প্রতিনিধি এবং মারধরের শিকার ছাত্রী জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী। মারধরকারী নেতাকর্মীরা হলেন নেজামউদ্দিন চৌধুরী নিলয় (নাটক ও নাট্যতত্ত্ব, ৪২ ব্যাচ), রাফিউল সিকদার আপন (লোকপ্রশাসন বিভাগ, ৪৭ ব্যাচ), সোহেল রানা (লোকপ্রশাসন বিভাগ, ৪৭ ব্যাচ), শুভাশিষ শুভসহ (বাংলা ৪৫ ব্যাচ) কয়েকজন। অভিযুক্তরা সবাই বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের অনুসারী এবং রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী। নিলয়ের বিরুদ্ধে এর আগেও সাংবাদিক মারধরের অভিযোগ রয়েছে।
×