ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলার মাটিতে জঙ্গীদের ঠাঁই হবে না ॥ আইজিপি

প্রকাশিত: ০৫:৩২, ২৫ সেপ্টেম্বর ২০১৮

বাংলার মাটিতে জঙ্গীদের ঠাঁই হবে না ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম বলেছেন, বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। দেশে জঙ্গীবাদ নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে। বাংলার মাটিতে জঙ্গীদের ঠাঁই হবে না। মাদককে বরদাস্ত করা হবে না। বাংলার মাটিতে মাদক ও সন্ত্রাসীদের গডফাদারদের ছাড় দেয়া হবে না। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হবে। আর ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। সোমবার বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তৃৃৃতাকালে তিনি এসব কথা বলেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ডিআইজি মাহবুবুর রহমান, মনিরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা প্রমুখ। এছাড়া ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×