ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন দিনের মধ্যে বিমানের ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ী করার আদেশ

প্রকাশিত: ০৫:৩০, ২৫ সেপ্টেম্বর ২০১৮

তিন দিনের মধ্যে বিমানের ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ী করার আদেশ

স্টাফ রিপোর্টার ॥ আন্দোলনের হুমকির মুখে বিমানের ক্যাজুয়াল শ্রমিকদের পে-গ্রুপের (১) কাছে ২ দিনের সময় চেয়েছেন বিমানমন্ত্রী। সোমবার বিমান সিবিএ ও ক্যাজুয়াল শ্রমিকদের নেতাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকের পর আর দুদিন অপেক্ষা করার পরামর্শ দেন মন্ত্রী শাহজাহান কামাল। সিবিএ সভাপতি মশিকুর রহমানের নেতৃত্বে বিমান ক্যাজুয়াল শ্রমিকদের পে-গ্রুপ (১) এর ২৫ জনের একটি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এ আশ্বাস দেয়া হয়। এ সময় শাহজাহান কামাল বলেন, বিমানের পে-গ্রুপ(১) ক্যাজুয়াল শ্রমিকরা দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে হাড় ভাঙা পরিশ্রম করে আসছেন দীর্ঘদিন ধরে। শ্রমিকদের দাবি যৌক্তিক। হাজার কোটি টাকায় বিমান কিনতে পারলে তাদের চাকরি কেন স্থায়ী হবে না। তিনি আরও বলেন, আগামী ৩ দিনের মধ্যে বিমানের ক্যাজুয়াল শ্রমিকদের পে-গ্রুপ (১)এর চাকরি স্থায়ী করার জন্য আমি বিমান সচিব ও বিমানের চেয়ারম্যানকে আদেশ করব। যদি ৩ দিনের ভিতর এর উপযুক্ত পদক্ষেপ না নেয়া হয় তাহলে সিবিএ ও বিমান ক্যাজুয়াল শ্রমিক পে-গ্রুপের (১) সঙ্গে একত্রিত হয়ে কঠোর অবস্থান নেব। এ সময় সাধারণ শ্রমিকরা সুনির্দিষ্টভাবে কিছু জানতে চাইলে মশিকুর রহমানও তাদের দুদিন ধৈর্য ধরার পরামর্শ দেন। তবে এরপর আর কোন সময় দেয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
×