ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এভিডেন্স ছাড়া সিনহার বিরুদ্ধে তদন্ত করবে না দুদক ॥ চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:২৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮

এভিডেন্স ছাড়া সিনহার বিরুদ্ধে তদন্ত করবে না দুদক ॥ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ যথাযথ এভিডেন্স ছাড়া সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বা কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান বা তদন্ত হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে পদত্যাগী বিচারপতি সিনহার লেখা বই নিয়ে নতুন করে আলোচনার মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকের এক কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে এ নিয়ে তিনি বিব্রতবোধ করছেন বলেও জানান। সাংবাদিকরা দুদক চেয়ারম্যানের কাছে ওই তদন্তের অগ্রগতি জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, শোনেন, মাননীয় মন্ত্রী উনার ইচ্ছা যা, বলতেই পারেন। মাননীয় মন্ত্রীর কথায় তো মামলা হবে না, অনুসন্ধানও হবে না। তিনি বলেন, সরকার নিজেরাই বলে স্বাধীন কমিশন। সো মাননীয় মন্ত্রী যা বলেছেন, উনারটা উনাকেই জিজ্ঞাস করেন, আমাকে না। তবে মন্ত্রীর কথায় কোন প্রভাব দুদকে পড়বে না। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে দুই কথিত ব্যবসায়ী অবৈধভাবে চার কোটি টাকা ঋণ নিয়েছেন। সেই টাকা অন্য আরেক ব্যবসায়ী হয়ে এস কে সিনহার বাড়ি বিক্রি বাবদ তার ব্যাংক হিসাবে ঢুকেছে বলে একটি অভিযোগ দুদক তদন্ত করছে বলে খবর প্রকাশ হয়েছে। সেই প্রসঙ্গেই আইনমন্ত্রী আনিসুল হক রবিবার সাংবাদিকদের বলেন, বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এস কে সিনহার বিরুদ্ধে দুদকে কোন অনুসন্ধান চলছে কি না-জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, সেই প্রশ্নের জবাব এখন আমি দেব না। আপনাদেরকে ওয়েট করতে হবে। আপনারা এভাবে একটা প্রশ্ন করলে আমার জন্য অসুবিধা হয়। কারণ আমাকে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তিনি বারবার এড়িয়ে যাওয়ায় সাংবাদিকরাও প্রশ্ন করতে থাকেন। ইকবাল মাহমুদ বলেন, আপনারা এমন একজন ব্যক্তির বিষয়ে বলছেন, অনেক বড় ও বৃহৎ। আমাকে বিব্রত না করাটাই সবার জন্য ভাল। দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, একবার আপনারা লিখেছেন, চার কোটি টাকা ইয়ে হয়েছে। সেটা দুই ব্যক্তির বিরুদ্ধে একটা অনুসন্ধান। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ঋণ প্রদান এবং ঋণের সেই টাকা অন্য কোথায়ও যাওয়া নিয়ে অনুসন্ধান চলছে। সেই টাকার বিষয়ে পত্রিকায় আপনারা একটা ইঙ্গিত দিয়েছেন। আমরা কিন্তু কখনও বলিনি। অনুসন্ধান শেষ হলো না, দুদক থেকে এমন একটা কথা বেরিয়ে যাবে, দিস ইজ ভেরি আনফরচুনেট। সেই চার কোটি টাকার অনুসন্ধান দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। এস কে সিনহার বিরুদ্ধে ১১টি অভিযোগ দুদকে এসেছে কি না জানতে চাইলে দুদক চেয়ারম্যান পাল্টা সাংবাদিকদের বলেন, কই, আপনাদের কাছে ১১টি অভিযোগ আছে না কি ? থাকলে দেন।
×