ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্টারের নাটকীয় জয়

প্রকাশিত: ০৫:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

ইন্টারের নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নাটকীয় এক জয় পেয়েছে ইন্টার মিলান। শনিবার তারা ১-০ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪) গোল করে ইন্টার মিলানকে জয় এনে দেন মার্সেলো ব্রোজোভিচ। তবে মজার ব্যাপার হলো এই ম্যাচে তিনটি গোল বাতিল ঘোষণা করে ভিডিও এ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর)। সাম্পদোরিয়ার বিপক্ষে জয়ের ফলে ইতালিয়ান সিরি’এ লীগে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে ইন্টার মিলান। মৌসুমের প্রথম ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন সাত পয়েন্ট। এদিন জয় পেয়েছে পার্মা এবং ফিওরেন্টিনাও। নিজেদের মাঠে পার্মা ২-০ গোলে হারিয়েছে ক্যালিয়ারিকে। আরেক ম্যাচে ফিওরেন্টিনা ৩-০ ব্যবধানে রীতিমতো উড়িয়েই দিয়েছে স্পালকে। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করার কারণে দুই দলেরই অগ্রগতি হয়েছে লীগ টেবিলে। ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে ফিওরেন্টিনার অবস্থান লীগ টেবিলের দুইয়ে। সমানসংখ্যক ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পার্মা রয়েছে অষ্টম স্থানে। শীর্ষে যথারীতি জুভেন্টাস। একমাত্র দল হিসেবে মৌসুমের প্রথম চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে যারা। রবিবার লীগের পঞ্চম ম্যাচে নবীন দল ফ্রোজিনোনের মুখোমুখি হয় ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল।
×