ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘাম ঝরিয়ে জয় রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকোর

প্রকাশিত: ০৫:৫০, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 ঘাম ঝরিয়ে জয় রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকোর

জাহিদুল আলম জয় ॥ স্প্যানিশ লা লিগায় ঘাম ঝরানো জয় পেয়েছে দুই মাদ্রিদ। শনিবার রাতে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল। আর এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে অতিথি এ্যাটলেটিকো। রবিবার অনুষ্ঠিত আরেক ম্যাচে লেভান্তেকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে সেভিয়া। লীগে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্রসহ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল। অবশ্য রবিবার রাতে বার্সিলোনা জিতলে তারা উঠে যাবে এক নম্বরে। মাত্র ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে এ্যাটলেটিকো। বার্নাব্যুতে এই ম্যাচের পর রিয়াল কোচ জুলেন লোপেতেগুয়ের রক্ষণভাগের দুর্বলতা নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে। তার অধীনে এ পর্যন্ত রিয়ালের খেলা ৬টি ম্যাচেই এই দুর্বলতা চোখে পড়েছে। এর মধ্যে গত সপ্তাহে এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগায় ড্র হওয়া ম্যাচটিও অন্যতম। এই ম্যাচে মূল একাদশ থেকে বিশ্রাম দেয়া হয়েছিল গ্যারেথ বেল, মার্সেলো ও ডানি কারভাহালকে। এদের মধ্যে কারভাহাল বদলি বেঞ্চেও ছিলেন না। এই তিনজনই বুধবার চ্যাম্পিয়ন্স লীগে রোমার বিপক্ষে জয়ী ম্যাচে ছিলেন। তবে এই একই সুযোগ যদি তারা আগামী সপ্তাহে সিটি ডার্বিতে এ্যাটলেটিকো মাদ্রিদকে দেয় তবে নিঃসন্দেহে তার মূল্য দিতে হবে। কারভাহালের অনুপস্থিতিতে রিয়ালের জার্সি গায়ে অভিষেক হয়েছে আলভারো ওড্রিওজোলার। রিয়াল সোসিয়েদাদ থেকে এবারের গ্রীষ্মেই তিনি মাদ্রিদে যোগ দিয়েছেন। গোলবারে আবারও লোপেতেগুয়ে কেইলর নাভাসের জায়গায় থিবাট কুর্তোয়াকে ফিরিয়ে আনেন। কাউন্টার এ্যাটাক থেকে দুইবার গোলের সুযোগ পায় এস্পানিওল। রাফায়েল ভারানের বাজে একটি হেড থেকে প্রথমবার বল পেয়েও পাবলো পিয়াত্তি গোল করতে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পরই হার্নান পেরেজের শট রুখে দেন কুর্তোয়া। কিন্তু ফিরতি বলে ডিডাচ ভিয়ার বল ব্লক করেন কাসেমিরো। এরপর অবশ্য কিছুটা উজ্জীবিত হয়ে ওঠে রিয়াল। এরই ধারাবাহিকতায় ৪১ মিনিটে লুকা মডরিচের সহায়তায় মার্কো এ্যাসেনসিও জোরালো শটে রিয়ালকে এগিয়ে দেন। অফসাইডের অযুহাতে রেফারি মাতেও লাহোজ গোলটি বাতিল করলেও ভিএআর প্রযুক্তির সহায়তায় রিয়াল বেঁচে যায়। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ লোপেতেগুই বলেন, ম্যাচে সবাই বেশ নার্ভাস ছিল। শেষ ১৫ মিনিট আমরা ম্যাচের নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেছিলাম। চ্যাম্পিয়ন্স লীগের পর যে ম্যাচগুলো থাকে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে, আমরা সবাই এই বিষয়টা জানি। এ কারণেই হয়তো নার্ভাসনেস কাজ করে। আরেক ম্যাচের ১৪ মিনিটে গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারী এ্যাটলেটিকো। এরপর ৬০ মিনিটে থমাস লেমারের গোলে জয় নিশ্চিত হয় দিয়াগো সিমিওনের দলের। ক্লাবের হয়ে এটি ফ্রেঞ্চম্যান লেমারের প্রথম গোল। সাউল নিগুয়েজকে বিপজ্জনকভাবে ট্যাকেল করার অপরাধে ৬৭ মিনিটে লালকার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান গেটাফের মিডফিল্ডার ইভান আলেয়ো। যে কারণে বাকি সময়টা ১০ জন নিয়েই খেলতে হয়েছে স্বাগতিকদের। কিন্তু এই সুযোগটি বাকি ম্যাচে কাজে লাগাতে পারেনি এ্যাটলেটিকো। ম্যাচ শেষে এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে বলেন, আমাদের শুরুটা এবার মোটেও ভাল হয়নি। সামনের ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এ জন্য এই জয়টা টনিক হিসেবে কাজ করবে। আশা করছি আমরা পরের ম্যাচগুলোতে আরও ভাল করব।
×