ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জ্বলন্ত উনুনে অস্ট্রেলিয়া ক্রিকেট দল!

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৮

  জ্বলন্ত উনুনে অস্ট্রেলিয়া ক্রিকেট দল!

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ায় গড় তাপমাত্রা ২০-২২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন ১৫ এবং সর্বোচ্চ ৩০ ডিগ্রীর মতো। পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সেই অসিরাই পড়েছে আরব আমিরাতের ৪১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়। এ তো জ্বলন্ত উনুনই। চলমান এশিয়া কাপে এশিয়ার দলগুলোই যেখানে ঘেমে নেয়ে একাকার। জবুথবু অবস্থা। সেখানে যতই পেশাদার হোক অস্ট্রেলিয়ার মতো অভিজাত দলের ক্রিকেটারদের পাকিস্তান ও গরম দুই প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে। ৭ অক্টোবর প্রথম টেস্ট দিয়ে শুরু মাঠের দ্বৈরথ। দুই টেস্টের পর রয়েছে তিন ম্যাচের টি২০ সিরিজ। দক্ষিণ আফ্রিকায় বহুল আলোচিত বল টেম্পারিংয়ের কারণে নিষিদ্ধ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়া ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া ছিল চরম ব্যর্থ। এবার আমিরাতের বিরূপ কন্ডিশনে টিম পেইনদের জন্য আরও কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচ টি২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল এখন মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। তারা ক্যাম্প করছে আবুধাবিতে। আরব আমিরাতে এসে তারা রীতিমতো উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। এখানে উষ্ণ অভ্যর্থনা বলতে আবুধাবির তাপমাত্রায় অস্ট্রেলিয়ার ত্রাহি ত্রাহি অবস্থাকে বোঝানো হয়েছে। আবুধাবিতে তাপমাত্রা ৪১-৪৩ ডিগ্রীতে ওঠা নামা করছে। সেখানেই তারা করেছে অনুশীলন। অনুশীলনের সময় মরুভূমির তীব্র গরমে হাসফাঁস অবস্থা । এই তীব্র গরমের মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টারে টেস্ট দলের খেলোয়াড়দের তিন ঘণ্টা ট্রেনিং করিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তার আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সে কারণেই আগে ভাগেই আরব আমিরাত চলে এসেছে অস্ট্রেলিয়া দল। যাতে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। অনুশীলন শেষে অস্ট্রেলিয়া ব্যাটসম্যান ম্যাট রেন শ’ বলেন, ‘আসলে এ রকম গরমের মধ্যেই খেলতে হবে, সেটা আমরা জানি। গরমের বিষয়টি নিয়ে আমরা ভাবতে চাই না। হয়তো দিনগুলো কঠিন হবে। কিছুদিন খুব গরম অনুভূত হবে। কিন্তু আমরা যদি এই আবহাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকি তাহলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হয়তো অনেক দূর যেতে পারব।’ প্রথমদিন অনুশীলনে ল্যাঙ্গার টেল-এন্ডারদের ব্যাটিং অনুশীলন করিয়েছেন। তাদের বোলারদের পাশাপাশি স্থানীয় নেট বোলাররা টেল-এন্ডারদের বল করেছে। যাতে করে টপঅর্ডার কোন কারণে ব্যর্থ হলে টেল-এন্ডাররা হাল ধরতে পারে। লড়াই করার মতো পুঁজি এনে দিতে পারে। আমিরাতে পাকিস্তান যে কত কঠিন প্রতিপক্ষ অসিরা সেটা ভাল করেই জানে। সে কারণেই আগে ভাগে এসে প্রস্তুত হচ্ছে স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়া।
×