ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাইট অনুমোদনের পরও বোনাস ঘোষণা ওয়েস্টার্ন মেরিনের

প্রকাশিত: ০৫:২৩, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 রাইট অনুমোদনের পরও বোনাস ঘোষণা ওয়েস্টার্ন মেরিনের

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিচালনা পর্ষদ। সে লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদনও করেছে। তারপরেও কোম্পানিটি বোনাস শেয়ারেই আটকে আছে। আগের বছরগুলোর ন্যায় ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায়ও কোম্পানিটির পর্ষদ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির শেয়ারবাজারে আসার আগে ৬৪ কোটি ৫৫ লাখ টাকার পরিশোধিত মূলধন ছিল। যা ৪ বছর টানা বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে ও আইপিওতে ৪৫ কোটি টাকার শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬৬ কোটি ২৮ লাখ টাকায় উন্নিত করা হয়েছে। এছাড়া আইপিওতে আরও ১১২ কোটি ৫০ লাখ টাকার প্রিমিয়াম সংগ্রহ করা হয়। এখন আবার রাইট শেয়ারের মাধ্যমে ৮৩ কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়াতে চায়। তারপরেও কোম্পানিটি বোনাস শেয়ার থেকে বেরিয়ে আসতে পারেনি। ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় ২০ শতাংশ বোনাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্টার্ন মেরিন ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। যে কোম্পানিটির পর্ষদ আইপিও’র অর্থ ব্যবহারের আগেই ২০১৩-১৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এরপরের ২ বছর বোনাসেই সীমাবদ্ধ ছিল। এরমধ্যে ২০১৫ সালে ১০ শতাংশ বোনাস ও ২০১৬ সালে ১২ শতাংশ বোনাস দেয়। এরপরের বছর ১২ শতাংশ বোনাসের সঙ্গে ৩ শতাংশ নগদ দেয়। আর সর্বশেষ ২০১৮ সালে ২০ শতাংশ বোনাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরে ২.৭১ টাকা ইপিএসের বিপরীতে ২০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ২ টাকার বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৭৪ শতাংশ। তবে এর পুরোটাই বোনাস শেয়ারের কারণে লভ্যাংশ প্রদানের অনুপাত (ডিভিডেন্ড পে আউট রেশিও) হবে শূন্য। কারণ বোনাস শেয়ারের কারণে কোম্পানি থেকে শেয়ারহোল্ডারদের কোন ধরনের সম্পদ প্রদান করতে হবে না। কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি ২.৭১ টাকা হিসেবে মোট ৪৫ কোটি ৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে শেয়ারপ্রতি ২০ শতাংশ বা ২ টাকা বোনাস শেয়ার হিসাবে ৩৩ কোটি ২৬ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হবে। আর বাকি ১১ কোটি ৮০ লাখ টাকা রিজার্ভে যোগ হবে। উল্লেখ্য, শনিবার ওয়েস্টার্ন মেরিনের শেয়ার দর দাঁড়িয়েছে ২৬.২০ টাকায়।
×