ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদিতে প্রথম নারী সংবাদ পাঠিকা

প্রকাশিত: ০৫:১৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 সৌদিতে প্রথম নারী সংবাদ পাঠিকা

পরিবর্তনের হাওয়া লাগা সৌদি আরবে প্রথমবারের মতো রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে কোন নারীকে সংবাদ উপস্থাপনা করতে দেখা গেছে। এ উপস্থাপিকার নাম উইয়াম আল দাখিল। বৃহস্পতিবার একজন পুরুষ সহকর্মীর সঙ্গে উইয়াম আল দাখিলকে সৌদিয়া টিভির সাড়ে নয়টার নিউজ বুলেটিন পড়তে দেখা যায়। সৌদি আরবের মতো রক্ষণশীল রাষ্ট্রে এই প্রথম কোন নারীকে সংবাদ পড়তে দেখা গেছে, যা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় আলোচনা চলছে। অনেকেই এটি দেশটির বড় অর্জন বলেও মনে করছে। আল দাখিল এর আগেও সিএনবিসি আরাবিয়ার রিপোর্টার এবং বাহরাইনভিত্তিক আল-আরব নিউজ চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। -ডেইলি মেইল অনলাইন অবলম্বনে
×