ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা সচেতনতার মাস পালিত হবে অক্টোবরে

‘সাইবার সুরক্ষিত দেশ গড়ার সম্মিলিত দায়িত্ব সবার’

প্রকাশিত: ০৫:১২, ২৪ সেপ্টেম্বর ২০১৮

    ‘সাইবার সুরক্ষিত দেশ গড়ার সম্মিলিত দায়িত্ব সবার’

ফিরোজ মান্না ॥ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী মাসজুড়েই সাইবার নিরাপত্তা সচেতনতার মাস হিসেবে পালিত হবে। প্রতিবছরের মতো সাইবার ক্রাইম এ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন এবারও অক্টোবর মাসজুড়েই তাদের কর্মসূচী পালন করবে। তারা এবার ‘সাইবার সুরক্ষিত দেশ গড়ার, সম্মিলিত দায়িত্ব সবার’ প্রতিপাদ্য নিয়ে কাজ করবে। মাসব্যাপী কর্মসূচীকে ৪টি পৃথক প্রতিপাদ্যে ভাগ করা হয়েছে। প্রথম সপ্তাহে ‘অনলাইন সুরক্ষার চর্চা হোক আপনার ঘর থেকেই’, দ্বিতীয় সপ্তাহে ‘সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার, কর্ম নিয়ে ভাবনা কি আর’, তৃতীয় সপ্তাহে ‘অনলাইন সুরক্ষা নিশ্চিতে, কর্মস্থলে কাজ করব প্রত্যেকে’, চতুর্থ সপ্তাহ ‘জনগুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন সেবা’। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি এ্যালায়েন্স (এনসিএসএ) ও হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) নেতৃত্বে এ বছর পালিত হবে ১৫তম সাইবার সচেতনতা মাসের ক্যাম্পেন। ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে এই ক্যাম্পেনের অফিসিয়াল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম এ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী সংস্থা, কলেজ-বিশ্ববিদ্যালয় ও সামাজিক সংগঠনগুলোকে নিয়ে সম্মিলিতভাবে সাইবার নিরাপত্তা ও তথ্যসুরক্ষা সম্পর্কে বাংলাদেশে সচেতনতা বাড়ানোর জন্য সংগঠনটি কাজ করে যাচ্ছে। সারা বিশ্বে প্রতিবছর অক্টোবর মাসকে সাইবার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। বাংলাদেশে ২০১৬ সালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচী শুরু করে সিসিএ ফাউন্ডেশন। এটি ডিজিটাল নাগরিকদের নিরাপদ থাকার ও প্রত্যেকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতামূলক কাজ করছে। ডিজিটাল নাগরিকদের কাছে সাইবার সুরক্ষার প্রয়োজনীয় তথ্যগুলো পৌঁছে দেয়া হয়। সিসিএ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পর্ষদের সভাপতি কাজী মুস্তাফিজ বলেন, ‘সাইবার সচেতনতা এখন আমাদের খাওয়া-দাওয়ার মতো নিত্যপ্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাইবার সুরক্ষায় প্রযুক্তি ব্যবহারকারীর সচেতনতার বিকল্প নেই। আর সচেতনতা তৈরি করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তাই আমরা এ বছর সাইবার সচেতনতা মাসের প্রতিপাদ্য নির্ধারণ করেছি, ‘সাইবার সুরক্ষিত দেশ গড়ার, সম্মিলিত দায়িত্ব সবার’। যুক্তরাষ্ট্রের এনসিএসএ’র নির্বাহী পরিচালক রুশ স্ক্র্যডার বলেছেন, চ্যাম্পিয়ন প্রোগ্রামটি সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের চলমান সাফল্যের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে চলেছে। ২০১৭ সালে বিশ্বের এক হাজার ৫০টি সংগঠন এর অন্তর্ভুক্ত হয়েছে। গত বছরের তুলনায় এবার ২১ শতাংশ বেড়েছে। সাইবার সচেতনতা ও তথ্য সুরক্ষায় যৌথ দায়িত্বের প্রতি সমর্থন এবং প্রতিশ্রুতির জন্য ২০১৮ চ্যাম্পিয়ন প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুশ স্ক্র্যডার। সাইবার সচেতনতা মাস সম্পর্কে আরও জানতে এবং কর্মসূচীতে অংশ নিতে লগ অন করুন, https://ccabd.org/CyberAwareMonth সার্চ দিলে গোটা মাসের চিত্র উঠে আসবে।
×