ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংবিধান অনুসারেই নির্বাচনে যেতে রাজি ড. কামাল

প্রকাশিত: ০৫:১১, ২৪ সেপ্টেম্বর ২০১৮

   সংবিধান অনুসারেই নির্বাচনে যেতে রাজি ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ গণফোরাম সভাপতি ও সদ্য গড়ে ওঠা সরকারবিরোধী জোট জাতীয় ঐক্য প্রক্রিয়ার মূল উদ্যোক্তা ড. কামাল হোসেন দাবি করেছেন, তার দল বর্তমান সংবিধান অনুসারেই আসন্ন নির্বাচনে যেতে রাজি। রবিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ড. কামাল একই সঙ্গে বলেছেন, তাদের জোট কোন সরকারবিরোধী জোট নয়। এটি কেবল একটি নির্বাচনী প্লাটফর্ম। সরকারবিরোধী বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে রবিবার ঢাকায় এক সমাবেশে যোগ দিয়েছিলেন বিএনপি, গণফোরাম, বিকল্পধারা, যুক্তফ্রন্টসহ আরও কিছু ছোট ছোট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সমাবেশ বিকল্পধারা এবং রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্টের শীর্ষ নেতা বদরুদ্দোজা চৌধুরী উপস্থিতি ছিলেন। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার সিনিয়র নেতা যোগ দিয়েছেন। ক্ষুদ্র-ক্ষুদ্র কয়েকটি বাম এবং ইসলামপন্থী উগ্রবাদী দলের নেতারাও তাতে যোগ দেন। গত কয়েক দিন আগে ‘ঐক্য প্রক্রিয়া’ যে দাবি তুলে ধরেছে তার মধ্যে রয়েছে সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনের সময় সেনা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করা। তবে শনিবার মূল উদ্যোক্তা ড. কামাল হোসেন বিবিসিকে বলেছেন, তার দল বর্তমান সংবিধান মেনে বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে যেতে নীতিগতভাবে রাজি আছেন। সরকার যদি সংবিধান মোতাবেক সুষ্ঠু নির্বাচন করে, যদি কোন কারচুপি না করে। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সঠিক ভোটার তালিকা নিশ্চিত করে তাহলে তার দল বর্তমান সংবিধান মেনেই নির্বাচনে যাবে। তাহলে তার জোটের অবস্থান কি হবে? এমন প্রশ্নে ড. কামাল বলেন, এটা তার দলের সিদ্ধান্ত। জোটের সঙ্গে এ বিষয়ে কোন আলাপ হয়নি। এটা জোটের সিদ্ধান্ত নয়। এটা তার দলের অবস্থান।
×