ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপির দাবি সাংবিধানিক সঙ্কটকে উৎসাহিত করবে ॥ ইনু

প্রকাশিত: ০৪:২৭, ২৪ সেপ্টেম্বর ২০১৮

  বিএনপির দাবি সাংবিধানিক  সঙ্কটকে উৎসাহিত  করবে ॥  ইনু

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ সেপ্টেম্বর ॥ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগামী ৫ জানুয়ারির আগে ডিসেম্বরে আমাদের ভোট করতে হবে। আমরা যদি ৫ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে না পারি তাহলে দেশ অস্বাভাবিক পরিস্থিতিতে পড়বে, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, অস্বাভাবিক সরকার তৈরি হবে। বাংলাদেশে অস্বাভাবিক সরকার হলে কী হয় এই অভিজ্ঞতা আপনাদের আছে। ৭৫’র পর উপর্যুপরি সামরিক হস্তক্ষেপে কী ধরনের বিপদ-আপদ হয় তা জানা আছে আপনাদের। বাংলাদেশের জন্য ক্ষতি এবং মানুষের জন্য ক্ষতি। রাষ্ট্রের জন্য ক্ষতি, মুক্তিযুদ্ধের চেতনার জন্য ক্ষতি। শনিবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা চত্বরে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এ জন্য যে যে মতের হোন না কেন ৫ জানুয়ারির আগে যথাসময়ে ভোটটা করতে হবে। নির্বাচনের আগে বিএনপির নির্দলীয় সরকারের দাবি সংবিধানে নেই। তাদের দাবি দেশের সাংবিধানিক সঙ্কটকে উৎসাহিত করবে। ইনু বলেন, বর্তমান সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে প্রস্তুত রয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপির লক্ষ্য নির্বাচন বানচাল করা, অংশগ্রহণ নয়।
×