ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্দোষ ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড হয়েছে

যে ভুল হতে পারে ডিএনএ পরীক্ষায়

প্রকাশিত: ০৪:২৩, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 যে ভুল হতে পারে ডিএনএ পরীক্ষায়

মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) সেদেশের ১০৫টি ক্রাইম ল্যাবরেটরি এবং তিনটি কানাডীয় ল্যাবে কিছু ডিএনএ নমুনা পাঠিয়ে একটি কল্পিত ব্যাংক ডাকাতির ঘটনায় তিন সন্দেহভাজনের ডিএনএ তুলনা করতে বলেছিল। প্রথম দুই সন্দেহভাজনের ডিএনএ ছিল মিশ্রণ প্রকৃতির। বেশিরভাগ ল্যাবই ডিএনএ নমুনা সঠিকভাবে মেলাতে পেরেছিল। তবে ৭৪টি ল্যাব ভুলক্রমে বলেছিল সন্দেহভাজন তৃতীয় ব্যক্তি নির্দোষ। তাকে অভিযোগ থেকে রেহাই দেয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ডিএনএর নমুনা মেলানো থেকে অনেক সময় বিভ্রান্তিকর ফল আসতে পারে। লাস ভেগাসের ডায়ান জ্যাকসনের কথাই ধরা যাক। তার বয়স তখন ১৮ বছর। ওই সময় ঘটে যাওয়া একটি অপহরণের ঘটনায় অপরাধীর সঙ্গে তার ডিএনএ মিলে যায়। অপরাধী একটি বাড়িতে অনুপ্রবেশ করে একজন নারী ও তার দুই মেয়ে অপহরণ করে। ডায়ান তার আইনজীবীকে বলেছিলেন যে, তিনি কেবল ডিএনএর ওপর আস্থা রাখছেন তার ওপর নয়। বিচারে তার যাবজ্জীবন হয়। শাস্তি লাঘব হওয়ার জন্য তিনি ২০০৩ সালে অপরাধ স্বীকার করেন। নেভাডার একটি কারাগারে চার বছর কাটিয়ে শেষ পর্যন্ত তিনি ছাড়া পান। এর আগে ল্যাব জানায়, ভুলবশত তার ডিএনএর নমুনা একজন সন্দেহভাজনের ডিএনএ টিউবের সঙ্গে বদলে গিয়েছিল। ল্যাব এ জন্য দুঃখ প্রকাশ করে। টিউব বদলের বিষয়টি অনেকটা বোধগম্য। কিন্তু ল্যাবে এ রকম অনেক ভুল হয় যার কূল-কিনারা করা বেশ কঠিন। যেমন একসঙ্গে তিনজনের ডিএনএ মিশ্রিত অবস্থায় থাকা। ডিএনএ পরীক্ষার বিষয়টি খুব স্পর্শকাতর। কেউ কোন কিছু হাল্কাভাবে ধরলেও তার হাতের ছোঁয়া থেকে লেগে যেতে পারে ডিএনএ নমুনা। এভাবে একটি নমুনাতে কয়েকজনের ডিএনএ থাকতে পারে যাকে ডিএনএ মিশ্রণ বলা হয়। যা থেকে প্রতিটি নমুনা আলাদা করা কিছুটা জটিল এবং এতে ভুলের আশঙ্কা থেকে যায়। ল্যাবগুলো কিভাবে ডিএনএ শনাক্ত করে এ নিয়ে এনআইএসটির গবেষকরা গত দুই দশকে অনেক কাজ করেছেন। তারা ল্যাবগুলোতে কিছু কল্পিত অপরাধের ঘটনা ডিএনএ নমুনা দিয়ে পরীক্ষা করে দেখতে বলেন কারও সঙ্গে কোন নমুনা মেলে কিনা। মেলাতে পারলে তারপর ল্যাবগুলোকে বলা হয়েছে, কয়টি মিলেছে আর কয়টি মেলে নাই তার পরিসংখ্যান করতে। দেখা গেছে, ভুল ডিএনএ শনাক্তকরণের ঘটনাও কিছু ঘটছে। যা যে কোন নির্দোষ ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। -নিউইয়র্ক টাইমস
×