ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলি, নিহত এক

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 ঝিনাইদহে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলি,  নিহত এক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৩ সেপ্টেম্বর ॥ কোটচাদপুরে দু’দল মাদক বিক্রেতাদের মধ্যে গোলাগুলিতে সেলিম (৪২) নামের একজন নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে কোটচাঁদপুর উপজেলার বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও প্রাইভেটকার উদ্ধার করা হয়। নিহত সেলিম কোটচঁপুর উপজেলার কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে। পুলিশ জানায়, কোটচাদপুর উপজেলার বলুহর ডাকাততলা মাঠ এলাকায় দু’দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। সে সময় পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ের মাদক বিক্রেতারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ১ টি ওয়ান শূটার গান, ২ রাউন্ড গুলি, ৩০ বোতল ফেনসিডিল, ৩ শ’ ইয়াবা, ৪ টি মোবাইল সেট ও ১ টি প্রাইভেট কার উদ্ধার করা হয়। পরে এলাকার লোকজন এসে নিহত ব্যক্তি মাদক বিক্রেতা সেলিম বলে শনাক্ত করেন। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, চোরাচালানসহ থানায় একাধিক মামলা রয়েছে।
×