ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে নদী বাঁচাতে পদযাত্রা

প্রকাশিত: ০৩:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 কিশোরগঞ্জে নদী  বাঁচাতে  পদযাত্রা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ॥ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নদী বাঁচাতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নরসুন্দা ডট কমের সহযোগিতায় রিভার বাংলা ডট কম নামে একটি সামাজিক সংগঠন এ পদযাত্রার আয়োজন করে। পদযাত্রাটি শহরের রঙমহল চত্বর থেকে শুরু হয়ে সরকারী গুরুদয়াল কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে কলেজ মাঠে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় পদযাত্রার আয়োজক তানভীর আহমেদ তুষারের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন কবি আমীন উদ্দিন মেরিন, প্রভাষক মশিউর রহমান তালুকদারসহ অন্যরা। বক্তারা নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ, নদী খননসহ নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। . নীলফামারীতে মুক্ত করার দাবি স্টাফরিপোর্টর নীলফামারী থেকে জানান, বিশ্ব নদী দিবস উপলক্ষে ডোমার উপজেলায় দেওনাই নদী অবৈধ দখলদারদের কাছ হতে উদ্ধার করে সবার জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জেলে, কৃষক ও তাদের পরিবারবর্গ। রবিবার বেলা ১১টা হতে ঘণ্টাব্যাপী হরিণচড়া ইউনিয়ন এলাকার দেওনাই নদীর ধারে ওই কর্মসূচীর আয়োজন করে দেওনাই নদী সুরক্ষা কমিটি। এ সময় আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আরিফুর রহমান মিলন, আব্দুল ওয়াহেদ, শিক্ষক আব্দুল জলিল, এলাকাবাসী আলহাজ আব্দুল জলিল, আতিকুর রহমান মনি, মৎস্যজীবী আব্দুল খালেক প্রমুখ। বক্তারা বলেন, নদী কখনও জলমহাল হতে পারে না।
×