ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা

প্রকাশিত: ০৩:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 বরিশালে শ্রেষ্ঠ জয়িতা  সম্মাননা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিভাগীয় পর্যায়ের পাঁচ শ্রেষ্ঠ জয়িতাসহ অন্যান্য ক্যাটাগরিতে আরও ২৫ জয়িতাকে রবিবার বেলা এগারোটায় ক্রেস্ট, সনদ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় জয়িতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাশ। মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোশারেফ হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান, বরগুনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি অধ্যাপক শাহ সাজেদা প্রমুখ। শেষে অর্থনৈতিক সফলতা অর্জনকারী নারী হিসেবে জেলার উজিরপুর উপজেলার শিকারপুর এলাকার মাকসুদা বেগম। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিভাগের পিরোজপুরের কাউখালীর উজিয়ালখাল গ্রামের প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য। সফল জননী হিসেবে ঝালকাঠী সদর উপজেলার শাহবানু বেগম। নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যামে জীবন শুরু করায় পটুয়াখালী সদরের হাসিনা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বরগুনার তালতলী উপজেলার নামিশেপাড়ার উপজাতি মায়া রাখাইনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে প্রত্যেককে ক্রেস্ট, সনদ ও নগদ ১০ হাজার টাকা করে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া জয়িতা সম্মাননা অনুষ্ঠানে বিভাগের আরও ২৫ জয়িতাকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রত্যেককে ক্রেস্ট, সনদ ও দুই হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
×