ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ট্রফি উন্মোচন

প্রকাশিত: ০৬:৩১, ২৩ সেপ্টেম্বর ২০১৮

বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ট্রফি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ আগের চার আসর খেলে সেরা সাফল্য একবার ফাইনাল খেলে রানার্সআপ হওয়া। পঞ্চম আসরে অবশ্য এত বড় উচ্চাকাক্সক্ষা নেই। কারণ বাস্তবতা হচ্ছে অংশ নেয়া দলগুলোর সবগুলোই ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের চেয়ে এগিয়ে। তবে তুলনামূলক সহজ গ্রুপে পড়লে নকআউট পর্ব এবং খুব বেশি হলে সেমিফাইনালে খেলা সম্ভব। সে জন্যই সবার প্রত্যাশা ছিল দুটি সহজ দলের অন্তত একটি যেন গ্রুপে পড়ে। আর সেই প্রত্যাশাই পূরণ হয়েছিল স্বাগতিক বাংলাদেশের, গত ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপিং ড্রতে। শনিবার পঞ্চমবারের মতো অনুষ্ঠেয় এই আসরের জমকালো ট্রফি উন্মোচন হলো রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ প্রমুখ। পঞ্চম আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী পহেলা অক্টোবর থেকে। আগামী ১২ অক্টোবর এই আসরের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এবারের টুর্নামেন্টের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান। আর গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, ফিলিপিন্স ও লাওস। গ্রুপপর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে ৫ অক্টোবর ফিলিপিন্সের মোকাবেলা করবে। গ্রুপের ছয়টি ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। আর ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারে দুটি সেমিফাইনাল। যেখানে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। অনুষ্ঠানে সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসর আয়োজন করতে পেরে আমি খুবই খুশি। করিম স্পোর্টসকে ধন্যবাদ পাশে থাকার জন্য। ক’দিন আগে যখন টুর্নামেন্ট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে যাই তিনি খুব সুন্দর একটা জবাব দিয়েছেন। তিনি বলেছেন আমি সবসময়ই বঙ্গবন্ধু গোল্ডকাপের সঙ্গে আছি। ১২ অক্টোবর ফাইনালে উপস্থিত থাকব।’ সালাম মুর্শেদী বলেন, ‘এই টুর্নামেন্ট তিনটি জেলায় হবে। এখন ৬ জাতির হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি দল নিয়ে আসরটি আয়োজন করার প্রত্যাশা আমাদের। কে-স্পোর্টসসহ সকল স্পন্সরকে ধন্যবাদ। সমস্ত জাতি অপেক্ষায় আছে। আশা করছি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট স্মরণীয় করে রাখবে।’ টুর্নামেন্টের ট্রফিটি ২৭ ইঞ্চি লম্বা। নির্মিত হয়েছে সোনালি প্রলেপে। ট্রফিটি তৈরি করে আনা হয়েছে লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠান থেকে। টুর্নামেন্টে সাধারণ গ্যালারির টিকেটের দাম ধরা হয়েছে ৫০ টাকা এবং ভিআইপি গ্যালারির টিকেটের দাম ১০০ টাকা। বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মাছরাঙ্গা এবং নাগরিক টিভি। এছাড়া রেডিও ভূমি, রেডিও ফূর্তি এবং বাংলাদেশ বেতারেও বাংলা ধারাভাষ্য প্রচার করা হবে। ১৯৯৭ সালে প্রথম এবং ১৯৯৯ সালে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয়েছিল জাতির জনকের নামের টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা’। তৃতীয় আসরের জন্য অপেক্ষা করতে হয়েছিল সুদীর্ঘ ১৫ বছর! ২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল সে আসর। পরের বছর ২০১৬ সালে হয় চতুর্থ এবং সর্বশেষ আসর। কিন্তু প্রতি বছর আসরটি আয়োজনের যে প্রতিশ্রুতি বাফুফে দিয়েছিল, ২০১৭ সালে সেটা বাস্তবায়ন করতে পারেনি তারা। এক বছর বিরতি দিয়ে এবার আবারও তারা আয়োজন করতে যাচ্ছে আসরটি। যদিও ২০১৬ আসরে ৮ দল অংশ নিলেও এবার দলের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬-এ। এশিয়ার পাঁচটি ফুটবল জোন আছে। এই ৫টি জোন থেকে ৫টি দেশ এবং স্বাগতিক বাংলাদেশতে নিয়েই আসরটি আয়োজিত হতে যাচ্ছে। গ্রুপপর্বের সূচী ‘গ্রুপ-এ’ ফিলিস্তিন, নেপাল, তাজিকিস্তান ‘গ্রুপ-বি’ বাংলাদেশ, ফিলিপিন্স, লাওস ১ অক্টোবর : বাংলাদেশ-লাওস (৬.৩০ মি.) ২ অক্টোবর : নেপাল-তাজিকিস্তান (৬.৩০ মি.) ৩ অক্টোবর : লাওস-ফিলিপিন্স (৬.৩০ মি.) ৪ অক্টোবর : তাজিকিস্তন-ফিলিস্তিন (৬.৩০ মি.) ৫ অক্টোবর : বাংলাদেশ-ফিলিপিন্স (৬.৩০ মি.) ৬ অক্টোবর : ফিলিস্তিন-নেপাল (৬.৩০ মি.) * সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে
×