ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোনাল্ডোদের প্রতিপক্ষ আজ ফ্রোজিনোন

প্রকাশিত: ০৬:৩০, ২৩ সেপ্টেম্বর ২০১৮

রোনাল্ডোদের প্রতিপক্ষ আজ ফ্রোজিনোন

জিএম মোস্তফা ॥ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের অভিষেকটা সুখকর হয়নি রোনাল্ডোর। বুধবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে বিতর্কিত লালকার্ড পেয়ে যে মাঠ ছাড়তে হয় সি আর সেভেনের। প্রতিপক্ষের খেলোয়াড়কে চুল ধরে টান দেয়ার কারণে নিশ্চিত এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়বেন জুভেন্টাসের এই পর্তুগীজ সুপারস্টার। উয়েফার গোপন সূত্রের ভিত্তিতেও জানা যায়, রোনাল্ডো এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। তবে অনেকের মতে, নিষেধাজ্ঞা বেড়ে দুই কিংবা তিন ম্যাচও হতে পারে সি আর সেভেনর। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আর খেলা হচ্ছে না তার। আর যদি দুই ম্যাচ হয় তাহলে রেড ডেভিলদের বিপক্ষে ফিরতি লেগে খেলার সম্ভাবনা রয়েছে রোনাল্ডোর। তবে সেটা জানার জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিওবা সেই বিতর্ক পেছনে ফেলে আজই মাঠে নামছেন রোনাল্ডো। ইতালিয়ান সিরি’এ লীগে জুভেন্টাসের প্রতিপক্ষ আজ নবীন দল ফ্রোজিনোন। লীগে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত শতভাগ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। মৌসুমের প্রথম চার ম্যাচের সবকটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে সবার ওপরে অবস্থান করছে। আজ ফ্রোজিনোনের বিপক্ষে ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। স্পেন থেকে লালকার্ড পেয়ে ইতালিতে ফিরেই শুক্রবার অনুশীলন করেছেন সি আর সেভেন। লীগের এই ম্যাচে নিজের সেরাটা ঢেলে দিতেই মরিয়া তিনি। রোনাল্ডোর ওপর আস্থা রাখছেন জুভেন্টাসের কোচও। ম্যাচের আগেরদিন শনিবার ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি রোনাল্ডোর ওপর বিশ্বাস রেখে বলেন, ‘সে কিছুটা হতাশ ছিল। তবে এজন্য তার কিছুটা সময়ের প্রয়োজন। তার উচিত এখন রবিবারের ম্যাচে দৃষ্টি দেয়া, যদিওবা তার মুখে এখন তেতো স্বাদ।’ এ্যালেগ্রি এ সময় আরও বলেন, ‘বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে রোনাল্ডো একজন। সে যেভাবে পারফর্ম করছে তাতে আমি খুব খুশি। সে দলের মূল্য অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। তবে দল রোনাল্ডোর ওপর নির্ভরশীল নয়।’ ফ্রোজিনোনের বিপক্ষে ম্যাচে দিবালাকে খেলানোর ঘোষণা দিয়েছেন জুভেন্টাসের কোচ। তিনি বলেন, ‘আগামীকাল (রবিবার) দিবালা খেলবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমাদের জন্য গোল করতে প্রস্তুত।’ তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ার কারণে মিডফিল্ডার সামি খেদিরাকে ছাড়াই মাঠে নামবে জুভেন্টাস। এদিকে গোড়ালি ও থাইয়ের ইনজুরির কারণে প্রায় মাসখানেকের জন্য মাঠের বাইরে চলে গেছেন জুভেন্টাসের উইঙ্গার ডগলাস কস্তা। চ্যাম্পিয়ন্স লীগে বুধবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ী ম্যাচটিতে কস্তা এই ইনজুরিতে পড়েন। যদিও সাসুলো ফরোয়ার্ড ফেডেরিকো ডি ফ্রান্সেসকোকে রবিবারের ম্যাচে থুতু দেবার অপরাধে লালকার্ড পাওয়ায় সিরি’এ লীগে জুভেন্টাসের পরবর্তী ম্যাচে খেলছেন না এই ব্রাজিলিয়ান তারকা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিনি দ্বিতীয়ার্ধে বদলি বেঞ্চ থেকে মাঠে নামেন। কিন্তু ম্যাচের শেষদিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষর পর জুভেন্টাসের পক্ষ থেকে গোড়ালি ও ডান থাইয়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও জুভেন্টাসের পক্ষ থেকে তার ফেরার বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য দেয়া হয়নি। কিন্তু গণমাধ্যমের খবর অনুযায়ী ২৮ বছর বয়সী এই তারকাকে এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। আর তাহলে আগামী ২ অক্টোবর ইয়ং বয়েজের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগ ও ১৮ দিন পর সিরি’এ লীগে জেনোয়ার বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
×