ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফকির আলমগীরের সাংস্কৃতিক সফর

প্রকাশিত: ০৪:২১, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ফকির আলমগীরের সাংস্কৃতিক সফর

স্টাফ রিপোর্টার ॥ ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর যুক্তরাজ্যে মাসব্যপী সাংস্কৃতিক সফর শেষে দেশে ফিরেছেন। বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তিনি গত ১০ আগস্ট সেখানে যান। বিভিন্ন স্থানে শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করে দেশটির বাংলাদেশ দূতাবাস, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ। সেখানকার প্রবাসীদের আমন্ত্রণে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাতকার দেন তিনি। তার উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল যুক্তরাজ্য শিল্পকলা একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ। ফ্রেন্ড ফোর্ড সার্মিস স্পাইসে কবি নজরুল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। এছাড়াও বার্মিংহাম পিঠামেলা ও ইস্ট লন্ডনের হার্ট ফাউন্ডেশন সাউথ হলে ছিল শিকড় সাংস্কৃতিক সংগঠনের আয়োজন।
×