ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়িতে সাধনা দত্ত একাডেমি ভবন উদ্বোধন করলেন শ্রিংলা

প্রকাশিত: ০৪:১৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮

টঙ্গীবাড়িতে সাধনা দত্ত একাডেমি ভবন উদ্বোধন করলেন শ্রিংলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দু’দেশের সম্পর্ক একটি শক্ত ভিতের ওপর স্থান করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দেশের সম্পর্ককে এক উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন। শুক্রবার বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার শিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাধনা দত্ত নামে একটি একাডেমি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমলি, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, আউটশাহী ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঢালী, প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ, স্কুল কমিটির সভাপতি ফজলুল হক স্বপন প্রমুখ। সাধনা দত্ত একাডেমি ভবন নির্মাণে ৭০ লাখ টাকা দিয়েছে ভারতীয় সরকার। ঝুমা দত্তের পৈত্রিক বাড়ি ছিল শিলিমপুর গ্রামের দত্ত বাড়িতে। সাধনা দত্ত ঝুমা দত্তের মা। ঝুমা দত্ত ভারতীয় নাগরিক। তিনিও এসেছেন রাষ্ট্রদূতের সঙ্গে। ব্রহ্মপুত্রে নৌকাডুবে তিনজনের মৃত্যু স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নৌকাডুবে তিন জনের মৃত্যু হয়েছে বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রাম সংলগ্ন ব্রহ্মপুত্র নদে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার জঙ্গুয়া গ্রামের বাদল মিয়ার মেয়ে নীলা আক্তার (১৬) ’ পার্শ্ববর্তী ভৈরব উপজেলার বাঁশগাড়ি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সামিয়া আক্তার (৮), ছেলে তামিম মিয়া (৬)সহ তাদের ৫/৬ আত্মীয় নিয়ে ঘটনার দিন দুপুরে গ্রাম সংলগ্ন নদীতে নৌকা নিয়ে ঘুরতে যায়। হঠাৎ নৌকাটি ডুবে গেলে ৩ শিশু নিখোঁজ হয় এবং অপর ৫ শিশু সাঁতার কেটে কূলে উঠতে সক্ষম হয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের নদী থেকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ নাজমুল করিম তিন শিশুকে মৃত ঘোষণা করেন। বেলাব থানার ওসি জাবদ মাহমুদ জানান, সামিয়া ও তামিমের বাড়ি ভৈরবের বাঁশগাড়ি গ্রামে। এরা বেলাব উপজেলার ইব্রাহিমপুরে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসেছিল।
×