ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচারণার নামে মানুষকে বিরক্ত করছে আ. লীগ ॥ রিজভী

প্রকাশিত: ২০:৩৩, ২২ সেপ্টেম্বর ২০১৮

প্রচারণার নামে মানুষকে বিরক্ত করছে আ. লীগ ॥ রিজভী

= অনলাইন রিপোর্টার ॥ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনী প্রচারণায় সরকারের কোনো লাভ হবে না। তারা ট্রেনে নির্বাচনী প্রচারণা চালানোয় জনগণ বিরক্ত হয়েছে। এবার তারা সড়ক পথ ধরেছে। এখানেও তারা ব্যর্থ হবে। প্রচারণার নামে মানুষকে বিরক্ত করছে আওয়ামী লীগ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, সরকারি দল ট্রেনে নির্বাচনী প্রচারণা চালানোয় জনগণ বিরক্ত হয়েছে। এবার তারা সড়ক পথ ধরেছে। এখানেও তারা ব্যর্থ হবে। তারা যেভাবে দেশ চালাতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যর্থ হয়েছে। সেভাবে প্রত্যেকটা কাজেই ব্যর্থ হবে তারা। নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া, খালেদা জিয়ার মুক্তি ছাড়া, সংসদ ভাঙা ও নির্বাচন কমিশনের পুনর্গঠন ছাড়া নির্বাচন করার যে উদ্যোগ নিচ্ছেন এখানেও ব্যর্থ হবেন বলে দাবি করেছেন রিজভী। রিজভী আরও বলেন, সরকার যা করছে তা ন্যাক্কারজনক। তারা খালেদা জিয়ার ওপর জুলুম ও অত্যাচার করছে। অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে। এটা মানবতা বিরোধী কাজ। মানুষ হিসেবে খালেদা জিয়াকে মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এদিনের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
×