ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে ট্রাকচাপায় মেধাবী ছাত্র নিহত

প্রকাশিত: ২০:১৯, ২২ সেপ্টেম্বর ২০১৮

জামালপুরে ট্রাকচাপায় মেধাবী ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর শহরের নতুন বাইপাস সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল মাহমুদ সুপ্ত (২১) নামের এক মেধাবী ছাত্র নিহত এবং তার সহপাঠী বন্ধু সিজান মাহমুদ (২১) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে নতুন বাইপাস সড়কের শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল শহরের মাদরাসা রোডের সরকারি চাকরিজীবী মো. নিজাম উদ্দিন এবং হস্তশিল্পের একজন সফল উদ্যোক্তা দেলোয়ারা বেগমের ছেলে। তিনি ঢাকায় বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ফয়সাল। আহত তার বন্ধু সিজান একই বিশ^বিদ্যালয়ের একই সেমিস্টারের বিবিএ’র ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের ছেলে সিজান এবং তার বন্ধু ফয়সাল ঢাকায় নর্থসাউথ ইউনিভার্সিটিতে ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র। সিজান বিবিএ এবং ফয়সাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। শুক্রবার সন্ধ্যার দিকে সিজান তার মোটরসাইকেলে বেড়ানোর কথা বলে ফয়সালকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। ফয়সালকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে সিজান শহরের নতুন বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। পথে রাত পৌনে ৯টার দিকে বাইপাস সড়কে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দ্রুতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ফয়সাল ঘটনাস্থলেই নিহত এবং তার বন্ধু সিজান গুরুতর আহত হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ভেঙ্গে যায়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ফয়সালের লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আজ শনিবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় আহত সিজান জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম জনকণ্ঠকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ফয়সালের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
×