ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ : টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০০:২১, ২১ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপ : টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন রিপোর্টার ॥ পাকিস্তানকে উড়িয়ে দেওয়া ভারত দলে একটি পরিবর্তন এসেছে। চোটের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়া পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জায়গায় একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অম্বাতি রাইড়ু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ। একাদশে ফিরলেন মুশফিক, মুস্তাফিজ এক ম্যাচের বিশ্রাম শেষে একাদশে ফিরেছেন কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টিকে গেছেন অভিষেকে তেমন কিছু করতে না পারা ওপেনার নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক ও বাঁহাতি পেসার আবু হায়দার। বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ টানা দুই ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং পেয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে পেল ব্যাটিং। ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ । আফগানদের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উড়ে যাওয়া বাংলাদেশ জয় দিয়ে সুপার ফোর শুরু করতে আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কার বিপক্ষে যতটা দাপুটে জয়ে শুরু করেছিল বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে হারটা ছিল ততটাই একপেশে। প্রথম ম্যাচে ১৩৭ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ১৩৬ রানে হার। তবে এই হারে কাতর হয়ে ডুবে থাকার সুযোগই দেখেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আবু ধাবির ব্যর্থতা সেখানেই ফেলে এসে দুবাইয়ে নতুন শুরু চায় বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।
×