ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে প্রকৌশলীকে হাত-পা বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৬:০৩, ২১ সেপ্টেম্বর ২০১৮

বাউফলে প্রকৌশলীকে হাত-পা বেঁধে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ সেপ্টেম্বর ॥ বাউফলে এক সরকারী কর্মকর্তার পথরোধ করে হাত-পা বেঁধে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম মোঃ আশ্রাব আলী (৪০)। তিনি বাউফল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পদে চাকরি করছেন। বুধবার রাত ১টার দিকে গোলাবাড়ি-কালিশুরী সড়কের গুলবাগ এলাকায় ওই ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই প্রকৌশলী ঘটনার দিন রাতে জরুরী প্রয়োজনে মোটরসাইকেলে করে কালিশুরী থেকে উপজেলা সদরে ফিরছিলেন। গোলাবাড়ি-কালিশুরী সড়কের গুলবাগ এলাকায় আজাহার চৌকিদারের বাড়ির সামনে পৌঁছলে কয়েক দুর্বৃত্ত গাছ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে । পরে তার হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। সড়ক পরিবহন আইন পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন সড়ক পরিবহন আইন-২০১৮ জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বিবৃতিতে আইইবির প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি আধুনিক ও যুগোপযোগী আইন দেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আইনটি জাতীয় সংসদে পাস করায় আইইবি তথা প্রকৌশলী সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। -বিজ্ঞপ্তি
×